‘ও সহজে হার মানবে না’, ছেলে প্রসঙ্গে আমির খান

আমির খান। এএফপি

বলিউড তারকা আমির খানের পুত্র জুনাইদ খানের সদ্য বড় পর্দায় অভিষেক হয়েছে। বেশ ধুমধাম করে অভিষেক হয়েছিল এই তারকা–পুত্রের। ছেলের ছবির প্রচারণার দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আমির। তাই ছবির ট্রেলার মুক্তি থেকে বিশেষ প্রদর্শনী; সব জায়গায়ই হাজির ছিলেন তিনি। কিন্তু এত কিছু করেও জুনাইদের অভিষেক ছবি ডাহা ফ্লপ হয়েছে। সম্প্রতি এ বিষয়ে নিজের কষ্টের কথা জানিয়েছেন আমির।

জুনাইদের সঙ্গে বড় পর্দায় অভিষেক হয়েছে আরেক তারকা–সন্তানের। আর তিনি হলেন শ্রীদেবী ও বনি কাপুরের কনিষ্ঠ কন্যা খুশি কাপুর। অদ্ভেত চন্দন পরিচালিত রোমান্টিক কমেডি ছবি ‘লাভইয়াপা’র মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন জুনাইদ ও খুশি। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই জুটিকে ঘিরে দারুণ উন্মাদনা ছিল।

একদিকে ছেলের ছবির প্রচারণার কাজে আমির যেমন এগিয়ে এসেছিলেন, অন্যদিকে শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরও ছোট বোনের ছবির প্রচার করেছেন জোর কদমে। কিন্তু তা-ও ছবিটি হলে দর্শক টানতে চূড়ান্ত ব্যর্থ।

খুশি কাপুর, আমির খান ও জুনাইদ খান। এএনআই

৬০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবি থেকে কোনোক্রমে ১০ কোটি নিজেদের ঝুলিতে পুরেছেন নির্মাতারা।

এবার আমির ‘লাভইয়াপা’ ছবির ব্যর্থতার বিষয়ে মুখ খুলেছেন। ছেলের ছবি মহা ফ্লপের প্রসঙ্গে আমির খান এক সাক্ষাৎকারে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত ছবিটি চলেনি। তাই আমি অত্যন্ত ব্যথিত। আমার ছবিটি বেশ পছন্দ হয়েছিল। জুনাইদের কাজও আমার ভালো লেগেছিল। আমার নিজের ছবির থেকে “লাভইয়াপা” নিয়ে দশ গুণ বেশি চাপে ছিলাম। দুই সপ্তাহ আগে জানালার ধারে বসে ভাবছিলাম যে এত টেনশনে কেন আছি আমি। আমি এই ছবিতে অভিনয় করিনি। আমি ছবিটি পরিচালনা করিনি। আর ছবিটি প্রযোজনাও করিনি। কিন্তু তা সত্ত্বেও আমার হৃদয় জোরে ধক ধক করছিল।’

‘লাভইয়াপা’ সিনেমার পোস্টার। আইএমডিবি

এই বলিউড সুপারস্টার আরও বলেছেন, ‘আমার মতে, এটা এমন এক দুনিয়া, যেখানে সাফল্য ও ব্যর্থতা দুটোই মোকাবিলা করতে হয়। তবে জুনাইদের মধ্যে প্রচুর প্রাণশক্তি ও ইতিবাচক দিক আছে। ও সহজে হার মানবে না। জুনাইদ নিজের রাস্তা নিজেই বানিয়ে নেবে।’

আমির খানকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। এ ছবিটিও বক্স অফিসে সফলতা পায়নি। আর তাই চূড়ান্তভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এমনকি বেশ কিছু দিন নিজেকে ঘরবন্দী করে রেখেছিলেন আমির।

আরও পড়ুন

আমির জানিয়েছেন যে তাঁর প্রযোজনা সংস্থার ব্যানারের তলায় জুনাইদকে নিয়ে ইতিমধ্যে এক ছবি নির্মাণ করছেন। এই রোমান্টিক ছবিতে জুনাইদের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণি নায়িকা সাই পল্লবী বলে জানান অভিনেতা। জানা গেছে, জুনাইদ ও সাই পল্লবী জুটির ছবিটি চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে।