নাতনির স্কুলে অমিতাভ, তবে কি শ্বশুরবাড়ির সঙ্গে দূরত্ব ঘুচল ঐশ্বরিয়ার

অভিষেক,আরধ্যা ও ঐশ্বরিয়া। এএনআইANI

চলতি বছর প্রায় প্রতি দিনই সংবাদ শিরোনামে ছিল বচ্চন পরিবার। ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা সর্বত্র। তবে সব জল্পনার অবসান ঘটাল বচ্চন পরিবার বৃহস্পতিবার সন্ধ্যায়। ধীরুভাই অম্বানী আন্তর্জাতিক স্কুলের বার্ষিক অনুষ্ঠান। তারকাখচিত এই স্কুলের বার্ষিক অনুষ্ঠান প্রতিবছরই নজরে থাকে নেটাগরিকদের। এবারও অন্যথা হলো না। অনুষ্ঠানে ভিড় জমেছিল তারকাদের।

অমিতাভ বচ্চন। এক্স থেকে

আরাধ্যা বচ্চন স্কুলের অনুষ্ঠানে প্রতিবছরের মতো এবারও নজর কাড়ল। এই স্কুলেই পড়ে ঐশ্বরিয়া-অভিষেকের কন্যা আরাধ্যা। অনুষ্ঠান দেখতে অমিতাভ বচ্চনের সঙ্গে আসেন ঐশ্বরিয়া ও অভিষেক। খবর হিন্দুস্তান টাইমসের

অনুষ্ঠানে অভিষেক-ঐশ্বরিয়া কালো পোশাকে হাজির হন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিষেক, ঐশ্বরিয়া ও অমিতাভ একসঙ্গে অনুষ্ঠানের প্রাঙ্গণে প্রবেশ করছেন।

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া শ্বশুর অমিতাভ বচ্চনের পাশে হাঁটছেন এবং অভিষেক তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন। তাঁরা একসঙ্গে হাসিমুখে কথা বলছেন। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, অভিষেক-ঐশ্বরিয়া তাঁদের মেয়ে আরাধ্যার পারফরম্যান্স মোবাইলে ধারণ করছেন। তাঁরা পাশাপাশি বসে আছেন—ভিডিওটি দ্রুত ইন্টারনেটে জনপ্রিয় হয়ে ওঠে। ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি ফ্যান পেজ ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখে, ‘সুখের মুহূর্ত ধরা পড়ল।’  

আরেকটি ভিডিওতে দেখা গেছে, আরাধ্যা তাঁর মা-বাবার সঙ্গে অনুষ্ঠানস্থল থেকে বের হচ্ছেন। গাড়িতে ওঠার পর ঐশ্বরিয়া মেয়েকে আদর করছেন। এই মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে।  

আরও পড়ুন

এদিকে নাতনির পারফরম্যান্সের প্রশংসা করে অমিতাভ বচ্চন তাঁর ব্লগে লেখেন, ‘শিশুরা তাদের সরলতা এবং মা-বাবার সামনে সেরাটা দেখানোর ইচ্ছা, কী আনন্দের বিষয় এবং যখন তারা হাজার হাজার মানুষের সামনে পারফর্ম করে, এটি সত্যিই এক অসাধারণ অনুভূতি। আজ ছিল এমন একটি দিন।’

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যজীবন নিয়ে যেন জল্পনার শেষ নেই! আম্বানির অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত না হওয়া, দুবাইয়ের একটি শোতে নাম থেকে বচ্চন পদবি বাদ, মেয়ের জন্মদিনে এক ফ্রেমে ছবি না দেখা, এতেই চলতে থাকে বিচ্ছেদের গুঞ্জন। এর মধ্যে আবারও একসঙ্গে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল ঐশ্বরিয়া-অভিষেককে। কয়েক দিন আগেই তাঁরা একটি বিয়েতে অংশ নিয়েছিলেন। তখন থেকে এই তারকা দম্পতির সম্পর্ক নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।