‘স্ত্রী ২’ ছবির কোরিওগ্রাফারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

শেখ জানি বাসা। ফেসবুক থেকে

এর মধ্যে একের পর এক যৌন হেনস্তার অভিযোগে উত্তাল দক্ষিণ ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। মি টু ঝড় সামলাতে সরকার গঠিত হেমা কমিটির রিপোর্ট আসতেই নড়েচড়ে বসে বিনোদন দুনিয়া। এর পর থেকেই মুখ খুলতে শুরু করেছেন অন্যান্য ইন্ডাস্ট্রির শিল্পীরাও। এবার নতুন অভিযোগ বক্স অফিসে হিট সিনেমা ‘স্ত্রী ২’ সিনেমার কোরিওগ্রাফারের বিরুদ্ধে। খবর বলিউড হাঙ্গামার

‘স্ত্রী ২’ সিনেমার তুমুল জনপ্রিয় গান ‘আজ কি রাত’ ও ‘আয়ি নেহি’র নাচের কোরিওগ্রাফি করেন শেখ জানি বাসা। যিনি সিনেমা জগতে ‘জানি মাস্টার’ নামেও পরিচিত। সেই জানির বিরুদ্ধেই যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন ২১ বছরের এক তরুণী। এরই মধ্যে থানায় অভিযোগ করেছেন তিনি।

‘স্ত্রী ২’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

তরুণীর অভিযোগ, আউটডোর শুটিংয়ের সময় তাঁকে যৌন হেনস্তা করেন জানি মাস্টার। একাধিকবার এমন কাজ করেছেন জানি। কখনো চেন্নাই, কখনো মুম্বাই, আবার কখনো হায়দরাবাদে হেনস্তার শিকার হয়েছেন সেই তরুণী।

এরই মধ্যে জানি মাস্টারকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি জানি মাস্টার। তেলেগু ছবির ইন্ডাস্ট্রিতে কোরিওগ্রাফার হিসেবে পরিচিতি আছে তাঁর। কাজ করেছেন কন্নড় ভাষার সিনেমায়ও।

শেখ জানি বাসা। ফেসবুক থেকে

বলিউডে তাঁর জনপ্রিয় কাজের মধ্যে আছে, ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’, ‘লাল পিলি আঁখিয়া’। সম্প্রতি ‘স্ত্রী ২’ ছবির গানের কোরিওগ্রাফি করে বেশ আলোচিত হয়ে উঠেছেন এই কোরিওগ্রাফার।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছিল দীনেশ বিজন প্রযোজিত ছবি ‘স্ত্রী ২’। মুক্তির প্রথম দিনই রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবিটি বাজিমাত করে। জানা গেছে, অমর কৌশিকের এই ছবির বাজেট ৬০ কোটি রুপির মতো, যা মুক্তির প্রথম দিনেই পার করে ফেলে সিনেমাটি।

আরও পড়ুন

এখন পর্যন্ত ভারতেই ছবিটি আয় করেছে ৪২৬ কোটি রুপির বেশি। আলোচিত হয়েছে সিনেমার গানগুলোও। এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘আজ কি রাত’ আইটেম গানটি। এই গানে ঝড় তুলেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া।
‘স্ত্রী ২’ ছবির মূল চরিত্রে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর ছাড়া আছেন পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবিটিতে অতিথি চরিত্রে দেখা গেছে অক্ষয় কুমার ও বরুণ ধাওয়ানকে।