যে কারণে আর রোমান্টিক দৃশ্যে অভিনয় করবেন না
চলতি বছরেই আলিয়া ভাটের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর কাপুর। গত মাসেই হয়েছেন সন্তানের বাবা। আর তাই নতুন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলিউডের এই অভিনেতা। বাবা হওয়ার পর ক্যারিয়ার নিয়ে নতুন উপলব্ধি হয়েছে তাঁর। তাই রোমান্টিক দৃশ্যে আর অভিনয় করবেন না বলে জানালেন এই অভিনেতা।
রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন বলিউডের অনেক তারকা। সেখানে উপস্থিত হয়েছে বলিউডের এই রোমান্টিক হিরোও। সেখানে তিনি জানান তাঁর এই সিদ্ধান্তের কথা। নাম ঠিক না হওয়া আসন্ন ছবিতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে তাঁকে রোমান্স করতে দেখা যাবে। তিনি জানান, এ ছবিটিই হয়তো তাঁর শেষ রোমান্টিক ছবি হবে। আর এর কারণ হিসেবে বলেন তাঁর বয়সের কথা।
তবে ভক্তরা তাঁর এই সিদ্ধান্তে নারাজ। ১৫ বছরের ক্যারিয়ারে রোমান্টিক হিরোর তকমা পাওয়া এই অভিনেতাকে রোমান্টিক দৃশ্যে দেখতে পাবেন না, এ নিয়ে অসন্তুষ্ট ভক্তরা। নেটিজেনদের অনেকে মনে করছেন, বিয়ে করে সংসার শুরু করায় তাঁর এই সিদ্ধান্ত। তবে লাভ রঞ্জনের ছবিতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে তাঁর রোমান্স দেখার অপেক্ষায় আছেন তাঁরা।
অভিনয় করলেও রণবীরের ইচ্ছা ছিল পরিচালক হওয়ার। কিন্তু সাহস করে গল্প লিখতে পারেনি। আর তাঁর নিজের ভাবনা অন্যের সামনে বলতে তাঁর লজ্জা লাগে। তাই তাঁর আগামী ১০ বছরের পরিকল্পনা হচ্ছে, তাঁর কাছে স্বাভাবিকভাবে একটা গল্প আসবে সেটার অপেক্ষা করা। গল্পটি নিয়ে তিনি নিজেরই সিনেমা পরিচালনা করবেন ও নিজেই অভিনয় করবেন। পরিচালক হতে না পারলেও প্রযোজক হিসেবে অভিষেক হয়েছে তাঁর। যদিও রণবীর প্রযোজিত ‘জগ্গা জাসুস’ ছবিটি সাফল্যের মুখ দেখেনি।
আপাতত মেয়ে রাহাকে নিয়ে ব্যস্ত রণবীর। তাঁকে বেশ কিছুটা সময় দিতে চান তিনি। রণবীর কাপুরকে সর্বশেষ দেখা যায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়া ভাটের সঙ্গে। বক্স অফিস পরিসংখ্যানে ছবিটি হিট। তা ছাড়া চলতি বছর বলিউডে সর্বোচ্চ আয় করা ছবিও এটি। এ ছাড়া দক্ষিণি তারকা রাশমিকা মান্দানার সঙ্গে ‘অ্যানিমেল’ছবিতে দেখা যাবে রণবীর কাপুরকে। এই ছবির চরিত্রকে তাঁর ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র বলে উল্লেখ করেছেন রণবীর।