ভাজা মুরগি খেয়ে বিপাকে রাশমিকা

রাশমিকা মান্দানা
এএনআই

খাবার খেয়ে জনরোষে পরেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। কী এমন খেয়েছেন যে অনুরাগীরা তাঁর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন? রাশমিকার ভক্ত, অনুসারীরা জানতেন মাছ, মাংস খান না তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে রাশমিকা নিজেই জানিয়েছিলেন, তিনি নিরামিষাশী। খবর টাইমস অব ইন্ডিয়ার

সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্র সামনে আসে। যেখানে রাশমিকাকে ভাজা মুরগি খেতে দেখা যায়। আর এতেই নেটিজেনদের কটাক্ষের শিকার হন তিনি। বিজ্ঞাপনটা ভাইরাল হতেই বিদ্রূপের মুখে পড়েছেন রাশমিকা।

রাশমিকা মান্দানা
ফেসবুক

এক অনুসারী তো বলেই ফেললেন, ‘রাশমিকা কথায় কথায় মিথ্যা বলে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘এরা টাকার জন্য যা ইচ্ছা তা করতে পারে।’

অনেকেই প্রশ্ন তুলেছেন, রাশমিকা যে নিজেকে নিরামিষাশী বলেছিলেন তা কি মিথ্যা? ভক্তরা নেতিবাচক মন্তব্য করলেও অনেকেই রাশমিকার পাশে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন

তাঁকে উপদেশ দিয়ে এক ভক্ত লেখেন, ‘হয়তোবা এটা নকল। তবে রাশমিকা যখন নিজেকে নিরামিষাশী বলেছেন তখন এই বিজ্ঞাপন করা উচিত হয়নি।’ আরেকজন লিখেছেন, ‘যাঁরা বিজ্ঞাপনে কাজ করেন, তাঁরা শুধু অভিনয়টাই করেন।’

তাঁর বিজ্ঞাপনচিত্রটি নিয়ে যত সমালোচনাই হোক, আপাতত চুপ আছেন রাশমিকা। তাঁকে সর্বশেষ বিজয়ের বিপরীতে ‘ভারিসু’ সিনেমায় দেখা গিয়েছিল। সামনে তাঁর বড় প্রজেক্ট। আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা ২’–এ অভিনয় করছেন তিনি।