পতৌদি প্রাসাদের হালচাল জানালেন তৈমুরের ন্যানি

সম্প্রতি পতৌদি প্রাসাদের হালচাল দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন তৈমুর-জেহর ন্যানিইনস্টাগ্রাম

সম্প্রতি ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে ক্যামেরায় ধরা পড়েছেন ললিতা ডিসিলভা। তিনি অনন্তের ন্যানি ছিলেন। তবে বলিউড দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুরের সন্তান তৈমুর ও জেহকে দিয়ে সবার কাছে পরিচিতি পেয়েছেন। জন্মের পর থেকেই যোগাযোগমাধ্যম সেনসেশন এই দুই ভাই। রামচরণের মেয়ে ক্লিনেরও দেখাশোনা করছেন ললিতা। যদিও নিজেকে ন্যানি নয়, পেডিয়াট্রিক নার্স হিসেবেই পরিচয় দিতে পছন্দ করেন তিনি।

পতৌদি হাউসের ভেতর সাইফ
ইনস্টাগ্রাম

সম্প্রতি পতৌদি প্রাসাদের হালচাল দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন তৈমুর-জেহর ন্যানি। সম্প্রতি হিন্দি রাশ নামের একটি পডকাস্ট শোতে নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন ললিতা। তৈমুরের ন্যানির ভাষ্য, পতৌদি প্রাসাদে থেকে ঘুরে বেড়ানো, মজা করা—সবটাই করতে পারতেন। ভীষণ বড় প্রাসাদ আর খোলামেলা।
ললিতা বলেন, ‘২০০ থেকে ৩০০ বছর পুরোনো হবে, আমি ঠিক জানি না। সাইফ স্যার এখনো বাড়িটার সুন্দর করে দেখভাল করে রাখছেন। চিরকাল এভাবেই দেখাশোনা করে যাবেন। তিনি ওখানে থাকতেই ভালোবাসেন। আসলে উনি তো ওখানেই জন্মেছেন, বড় হয়েছেন। তাই এই বাড়িটায় তাঁর অনেক স্মৃতি আছে।’

পতৌদি হাউস
ইনস্টাগ্রাম

পতৌদি প্রাসাদ ইব্রাহিম কোঠি নামেও পরিচিত। হরিয়ানার গুরুগ্রামে ১৯৩৫ সালে পতৌদিরা বানিয়েছিলেন এটি। সাইফই এখন প্রাসাদের মালিক। এর আগে ছিলেন মনসুর আলী খান পতৌদি। ২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। তাঁদের দুই সন্তান তৈমুর আলী খান এবং জাহাঙ্গীর আলী খান।