‘আপত্তিকর নাচ’, বিতর্কের কারণে ঊর্বশীকে বাদ দিল নেটফ্লিক্স
কাজের চেয়ে বিতর্কের কারণেই বেশি শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। চলতি বছরের শুরুতেই প্রবল বিতর্কের মুখে পড়েন তিনি। দক্ষিণি সিনেমা ‘ডাকু মহারাজ’-এ তাঁর ‘আপত্তিকর’ নাচ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। প্রেক্ষাগৃহের পর সিনেমাটি আসছে ওটিটিতে। তবে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিনেমাটি থেকে ঊর্বশীর সেই নাচ বাদ দিয়েছে প্ল্যাটফর্মটি।
আগামীকাল নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে তেলেগু সিনেমা ‘ডাকু মহারাজ’।
সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন নন্দামুরি বালকৃষ্ণ ও ববি দেওল। সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ঊর্বশী।
মুক্তি উপলক্ষে গত সপ্তাহের শেষের দিকে নেটফ্লিক্সে ইন্ডিয়া সাউথের এক্স হ্যান্ডলে ছবিটির একটি পোস্টার পোস্ট করা হয়। এই পোস্টার পোস্ট করার প্রধান উদ্দেশ্য ছিল সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা।
পোস্টারে বাকি অভিনেতা–অভিনেত্রীদের দেখা গেলেও ঊর্বশীর অনুপস্থিতি চোখ এড়ায়নি অনুসারীদের। মনে করা হচ্ছে, অভিনেত্রীকে নিয়ে বিতর্কের কারণেই তাঁর অভিনীত দৃশ্যগুলো মুছে দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঊর্বশীকে পোস্টার থেকে বাদ দেওয়ার আরেকটি কারণ, সম্প্রতি সাইফ আলী খানকে নিয়ে করা তাঁর বিতর্কিত মন্তব্য। টি।
সাইফ–হামলার কিছুদিন পরেই উর্বশী এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘“ডাকু মহারাজ” ইতিমধ্যেই বক্স অফিসে ১০৫ কোটি টাকা আয় করে ফেলেছে। আমার মা আমাকে এই সাফল্যের জন্য একটি হীরাখচিত রোলেক্স ঘড়ি উপহার দিয়েছেন, আমার বাবা আমাকে আরও একটি ছোট্ট ঘড়ি উপহার দিয়েছেন। তবে এগুলো আমি প্রকাশ্যে পরতে দ্বিধাবোধ করব না; কারণ, আমাকে কেউ আক্রমণ করবে না বা আমি নিরাপত্তাহীনতায় ভুগব না।’ তবে নেটফ্লিক্সের প্রকাশিত পোস্টারে না থাকা নিয়ে ঊর্বশী এখনো মন্তব্য করেননি।
গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে সিনেমা