অভিনেতা রাকেশ পান্ডে মারা গেছেন
হিন্দি ও ভোজপুরি চলচ্চিত্রের সুপরিচিত অভিনেতা রাকেশ পান্ডে মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। অভিনেতার বয়স হয়েছিল ৭৭। মুম্বাইয়ে জুহুর আরোগ্যনিধি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাকেশ পান্ডের। খবর বলিউড হাঙ্গামার
শাস্ত্রী নগর শ্মশানে রাকেশ পান্ডের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন তাঁর পরিবার ও ঘনিষ্ঠরা। রাকেশের পরিবারে তিন সদস্য— স্ত্রী, কন্যা ও নাতনি।
১৯৬৯ সালে বাসু চট্টোপাধ্যায়ের ‘সারা আকাশ’ ছবির মাধ্যমে অভিনয়ের সফর শুরু করেছিলেন রাকেশ পান্ডে। এই ছবি থেকেই তাঁর পরিচিতি পাওয়া শুরু। এমনকি এই ছবির জন্য রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন তিনি।
বড় পর্দায়ে অভিনয় শুরু করার আগে মঞ্চাভিনেতা ছিলেন তিনি। পুনেতে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সদস্যও ছিলেন অভিনেতা।
২০২৩-এর ছবি ‘সুদর্শন চক্র’ ছবিতে রাকেশ পান্ডেকে শেষ দেখা গিয়েছিল। এ ছাড়া বলিউডের ছবি ‘ইন্ডিয়ান’, ‘দিল চাহতা হ্যায়’, ‘বেটা হো তো অ্যায়সা’, ‘চ্যাম্পিয়ন’, ‘অমর প্রেম’, ‘হিমালয় সে উঁচা’তে অভিনয় করেছেন। ‘ছোটি বহু’, ‘পিয়া বিনা’, ‘দেবী’, ‘পেয়ার কে দো নাম—এক রাধা এক শ্যাম’-এর মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।