ভিসা বাতিলে ক্ষুব্ধ সঞ্জয় দত্ত বললেন, ‘আমার সঙ্গে অন্যায় হয়েছে!’

সঞ্জয় দত্তইনস্টাগ্রাম

বলিউডের ‘মুন্না ভাই’ অভিনেতা সঞ্জয় দত্ত আসন্ন সিনেমা ‘সন অব সরদার ২’ থেকে বাদ পড়েছেন। বাদ পড়ার মূল কারণ শুটিংয়ে অংশ নিতে না পারা। কয়েক বছর আগে হাজতবাসের কারণ দেখিয়ে তাঁর ভিসা বাতিল করে দিয়েছিল ব্রিটিশ সরকার। ভিসা না থাকার কারণে ব্রিটেনের সরকারের কঠোর সমালোচনা করেন সঞ্জুবাবা।

বর্তমানে ‘সন অব সরদার’–এর শুটিং চলছে স্কটল্যান্ডে। সিনেমায় আরও আছেন জনপ্রিয় অভিনেতা অজয় দেবগনও।

সঞ্জয় দত্ত
ফাইল ছবি: রয়টার্স

ভারতীয় গণমাধ্যমের খবর—ভিসা জটিলতায় ‘সন অব সরদার ২’-এর সেই চরিত্র থেকে সঞ্জয় দত্তকে বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় অভিনয় করছেন রবি কিষাণ। তবে সঞ্জয়কেও দেখা যেতে পারে একটি বিশেষ ভূমিকায়।

ভিসা বাতিল প্রসঙ্গে ‘বম্বে টাইমস’-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমি শুধু একটা জিনিসই জানি যে ব্রিটেনে সরকার সঠিক কাজ করেনি। তারা আমাকে ভিসা দিয়েছিল প্রাথমিকভাবে। সেখানে ব্রিটেনের সব কিছুর জন্য অর্থ প্রদানও করা হয়েছিল, সবকিছু প্রস্তুতও ছিল। তারপর এক মাস পর তারা হঠাৎ আমার ভিসা বাতিল করেছে। আমি ইউকে সরকারের কাছে সব কাগজপত্র এবং সবকিছু প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছি। আমাকে ভিসা দিতে হবে না। আইন বুঝতে এক মাস লাগল কী করে?’

ছবিতে বিশেষ চরিত্রে অভিনয়ের সম্ভাবনা নিয়ে অভিনেতা বলেন, আমি এ বিষয়টি এখনো জানি না। তবে এটাও সত্যি যে ছবিটি এখনো ছেড়ে দেননি তিনি। সঞ্জয় দত্ত আরও বলেন, ‘ব্রিটেনে কে যেতে চাইছে?’ সেখানে অনেক দাঙ্গা হচ্ছে। এমনকী, ভারত সরকার একটি বিবৃতি জারি করেছে যে আপনি ব্রিটেনে যাবেন না। তাই আমি কিছু মিস করছি না। আমি একজন আইন মেনে চলা নাগরিক, আমি আইন মেনে চলি এবং প্রতিটি দেশের আইনকে সম্মান করি।’

আরও পড়ুন