জীবনে যা পান, হাসিমুখে গ্রহণ করেন
১৫ বছর আগে ‘জানে তু ইয়া জানে না’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন মঞ্জরী ফড়নিস। কিছুদিন আগে ডিজনি প্লাস হটস্টারের ‘দ্য ফ্রিল্যান্সার’ ওয়েব সিরিজের কারণে আলোচনায় এই অভিনেত্রী। নীরজ পান্ডের এই সিরিজে মানসিক অবসাদগ্রস্ত এক নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি মুম্বাইয়ে প্রথম আলোর মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। শুরুতে ‘দ্য ফ্রিল্যান্সার’ সিরিজের সাফল্য প্রসঙ্গে মঞ্জরী বলেন, ‘এ সিরিজের প্রথম সিজনের মতো এর দ্বিতীয় সিজনেও সবার ভালোবাসা পাচ্ছি। অনেকে আমার অভিনয়ের প্রশংসা করছেন। সব মিলিয়ে দারুণ অনুভূতি।’ তাঁর কথায়, ‘সিরিজটিতে আমার অভিনীত “ম্রুণাল কামাথ”চরিত্রটি বেশ জটিল। সে মানসিক অবসাদে ভুগছিল। তাই তার মানসিক অসুস্থতা পর্দায় তুলে ধরা বেশ চ্যালেঞ্জিং ছিল।’
কোভিডের সময় থেকে অনেকেই মানসিক অবসাদে ভুগছেন। মানসিকভাবে সুস্থ থাকার জন্য মঞ্জরী ব্যক্তিগত জীবনে কী করেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সৃজনশীল কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসি। আর এসবই আমাকে মানসিকভাবে সুস্থ রাখে। নেতিবাচক মানুষদের আমি আশপাশে ঘেঁষতে দিই না। সবার জীবনে কমবেশি কঠিন সময় আসবে, আর এটাই স্বাভাবিক। এই সময়ে আশপাশে অবশ্যই ইতিবাচক মানুষ প্রয়োজন। আর কঠিন সময়ে মনকে শক্ত রাখা অত্যন্ত জরুরি।’
সামাজিক যোগাযোগমাধ্যম ক্রমে বিষাক্ত হয়ে উঠছে বলে মনে করেন মঞ্জরী। জানালেন, তাঁর নেট–দুনিয়ায় নেতিবাচক মানুষদের একদম ঠাঁই নেই। কেউ নেতিবাচক মন্তব্য বা ট্রল করলে তাঁকে ব্লক করে দেন।
মাঝখানে টানা দুই বছর পর্দা থেকে গায়েব ছিলেন মঞ্জরী। তবে এই দুই বছরে অনেক কিছু শিখেছেন বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘এই দুই বছর বাদ দিলে আমি ক্রমাগত কাজ করে গেছি। তবে মাঝখানে আমাকে যেসব ছবির প্রস্তাব দেওয়া হচ্ছিল, তা আমার একদম পছন্দ হচ্ছিল না। এখন ওটিটিতে আমি যে ধরনের কাজের প্রস্তাব পাচ্ছি, তাতে আমি সত্যি রোমাঞ্চিত। ওটিটিতে আমি অসংখ্য ওয়েব সিরিজে কাজ করেছি। আর সব কটি সিরিজেই আমার অভিনয় প্রশংসিত হয়েছে।’
তবে বড় পর্দায় মঞ্জরীকে সেভাবে সুযোগ দেওয়া হয়নি। এ নিয়ে কি কোনো কষ্ট, অভিমান আছে? হালকা হেসে অভিনেত্রী বলেন, ‘আমি হাহুতাশ করতে ভালোবাসি না। জীবনে যা পেয়েছি, তা হাসিমুখে গ্রহণ করতে ভালোবাসি। আমার এই ভ্রমণ ধীর কিন্তু আমি সব সময় কাজ করে গেছি।’
হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম, মারাঠি, এমনকি বাংলা ছবিতেও দেখা গেছে মঞ্জরীকে। বাংলা ছবি ‘ফালতু’–তে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী হালদারের সঙ্গে অভিনয় করেছেন। এই ছবিতে গ্রামের সাদাসিধে মেয়ের চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন মঞ্জরী। ‘ফালতু’ ছবির প্রসঙ্গ উঠতে উচ্ছ্বাসের সঙ্গে অভিনেত্রী বলেন, ‘এই ছবিকে ঘিরে আমার অনেক সোনালি স্মৃতি আছে। ছবিটিতে আমি নিজের ব্যক্তিত্বের থেকে সম্পূর্ণ আলাদা এক চরিত্রে অভিনয় করেছিলাম। এই ছবির শুটিংয়ের সময় প্রত্যেকের থেকে কিছু না কিছু শেখার সুযোগ পেয়েছি। আর বাংলা জানতাম না বলে সবাই আমাকে যেন আরও বেশি করে আগলে রাখতেন।’