শাহরুখ-কন্যা সুহানা কার সঙ্গে প্রেম করছেন

সুহানা খান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সুহানা খান ও অগস্ত্য নন্দা প্রেম করছেন, অনেক দিন ধরেই বলি পাড়ায় এমন গুঞ্জন চাউর হয়েছে। একাধিকবার বিভিন্ন জায়গায় আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েছেন এই কথিত প্রেমিক যুগল। এবার একসঙ্গেই নতুন বছরকে স্বাগত জানালেন সুহানা-অগস্ত্য। তাই ভক্ত-অনুসারীরা মনে করছেন, এ দুজন সত্যিই প্রেম করছেন। খবর হিন্দুস্তান টাইমসের

বড়দিনের ছুটি কাটাতে পরিবার নিয়ে শাহরুখ খান গিয়েছিলেন আলিবাগের বাংলোতে। গিয়েছিলেন খান পরিবারের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবও।

সুহানা খান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সেই বাংলোর দরজাতেও শাহরুখ-কন্যা সুহানার সঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যকেও। তাই বড়দিনেও যে তাঁরা একসঙ্গেই ছিলেন, তা বলার অপেক্ষা রাখে না। বর্ষবরণেও চর্চিত যুগল একসঙ্গে সুসময় ভাগ করে নিলেন।

বর্ষবরণের পার্টির জন্য সুহানা বেছে নিয়েছিলেন সাদা সিকুইনড পোশাক। অন্যদিকে অগস্ত্যের পরনে কালো প্যান্ট, কালো শার্ট ও তার ওপরে ছাই রঙের জ্যাকেট। অগস্ত্য-সুহানার অন্য বন্ধুরাও ছিলেন বর্ষবরণের পার্টিতে।

অগস্ত্য নন্দা। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

সেই মুহূর্তের ছবি নিজেই সমাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করেছেন অগস্ত্য। এই ছবি দেখে বলিউডের অনেকেই নিশ্চিত, সম্পর্কে রয়েছেন তারকা-সন্তান জুটি। এখন তবে কি শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার অপেক্ষা মাত্র?

জোয়া আখতার পরিচালিত ‘আর্চিজ’ ছবি দিয়ে সুহানা ও অগস্ত্যের অভিনয় ক্যারিয়ার শুরু। যদিও তার আগে থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা চলছে।

আরও পড়ুন