‘গলি বয়’-এর সিকুয়েল থেকে বাদ রণবীর-আলিয়া, আসছে নতুন জুটি

‘গলি বস’–এর দৃশ্যে রণবীর ও আলিয়া। আইএমডিবি

জোয়া আখতার পরিচালিত ‘গলি বয়’ ছবিতে জুটি বেঁধে এসেছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট। এই ছবিটি দর্শকের প্রশংসার পাশাপাশি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। খবর যে এই ছবির এবার সিকুয়েল আসতে চলেছে। তবে নির্মাতারা নাকি ‘গলি বয় ২’-এর নায়ক-নায়িকা বদলে দিতে চলেছেন। কানাঘুষো শোনা যাচ্ছে এই ছবির মাধ্যমে এক নতুন জুটিকে উপহার দিতে চাইছেন নির্মাতারা।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘গলি বয়’ ছবিতে রণবীর-আলিয়ার জুটি দর্শকের হৃদয় জয় করেছিল। এই ছবিতে তাঁদের অভিনয় দারুণ সাড়া ফেলেছিল। জোয়া আখতারের এই ছবিতে রণবীরকে এক র‍্যাপারের ভূমিকায় দেখা গিয়েছিল।

অনন্যা পান্ডে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

শোনা যাচ্ছে এর সিকুয়েল ছবির পরিচালক থেকে নায়ক-নায়িকা সবকিছু বদলাতে চলেছেন নির্মাতারা। ‘গলি বয় ২’ ছবির পরিচালনার দায়িত্ব নাকি সঁপা হচ্ছে অর্জুন বরেন সিংয়ের কাঁধে। আর এই পরিচালক এক নতুন জুটিকে এবার নিয়ে আসতে চান। শোনা যাচ্ছে অর্জুন বরেন সিং জুটি হিসেবে বেছে নিয়েছেন ভিকি কৌশল ও অনন্যা পান্ডেকে। এর আগে জোয়া আখতার প্রযোজিত ‘খো গয়ে হম কঁহা’ ছবিটি পরিচালনা করেছিলেন এই পরিচালক।

নেটফ্লিক্সের এই ছবির মূল নায়িকা ছিলেন অনন্যা পান্ডে। আর তাই বরেন সিংয়ের অনন্যার প্রতি গভীর আস্থা আছে। জানা গেছে অর্জুন বরেন ‘গলি বয় ২’ ছবির জন্য ভিকিকে আগেই চূড়ান্ত করে ফেলেছেন।

ভিকি কৌশল। ইনস্টাগ্রাম থেকে

আর অনন্যার সঙ্গে এই ছবির বিষয়ে তিনি কথাবার্তা বলছেন। আর অর্জুন বরেন সিংয়ের মতে অন্যন্যা ‘গলি বয় ২’-এর জন্য একদম সঠিক নির্বাচন হতে চলেছে।

২০১৯ সালে বলিউডের হিট ছবিগুলোর মধ্যে একটি ছিল ‘গলি বয়’। এ ছবিটি নির্মাণের পেছনে জোয়া আখতারের খরচ হয়েছিল ৮০ কোটি রুপির মতো। রণবীর-আলিয়ার ছবিটি ২৩০ কোটি আয় করেছিল। অস্কারের দৌড়ে শামিল হয়েছিল ছবিটি।

আরও পড়ুন

পরে অবশ্য অস্কারের দৌড় থেকে জোয়ার ছবিটি ছিটকে গিয়েছিল। এবার দেখা যাক ‘গলি বয় ২’-এর মাধ্যমে পরিচালক অর্জুন বরেন পর্দায় কতটা জাদু সৃষ্টি করতে পারেন। আর নতুন জুটি হিসেবে ভিকি-অনন্যা কতটা সাড়া ফেলতে পারেন।