ট্রেন্ডিংয়ের শীর্ষে, ১০ ছবিতে চিনে নিন ‘কেজিএফ’ অভিনেত্রীকে

মুক্তির পরই অন্তর্জালে ঝড় তুলেছে ‘হিট’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘হিট: দ্য থার্ড কেস’-এর টিজার। যা এখন বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের মুভিজ বিভাগের শীর্ষে রয়েছে। সিনেমাটিতে নানির বিপরীতে রয়েছেন শ্রীনিধি শেঠি। হিন্দুস্তান টাইমস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে ১০ তথ্য—

১ / ১০
১৯৯২ সালের ২১ অক্টোবর কর্ণাটকের ম্যাঙ্গালোরে জন্ম শ্রীনিধির। ২০১৬ সালে একটি সুন্দরী প্রতিযোগিতা জেতার পরই বিনোদন দুনিয়ায় কাজ করতে শুরু করেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
২ / ১০
২০১৮ সালে ‘কেজিএফ’ দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন শ্রীনিধি। প্রথম ছবিতেই বাজিমাত। ইয়াশের বিপরীতে এই কন্নড় সিনেমাটি সুপারহিট হয়। অভিনেত্রীর ফেসবুক থেকে
৩ / ১০
২০২২ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ ২’ সিনেমাতেও দেখা যায় শ্রীনিধিকে। এটিও প্রথম কিস্তির মতো সাফল্য পায় বলাই বাহুল্য। অভিনেত্রীর ফেসবুক থেকে
৪ / ১০
কন্নড় অভিনেত্রীদের মধ্যে ইনস্টাগ্রামে যাঁদের অনুসারী সবচেয়ে বেশি, শ্রীনিধি তাঁদের একজন। অভিনেত্রীর ফেসবুক থেকে
৫ / ১০
ক্যারিয়ারের শুরুতেই ‘কেজিএফ’-এর মতো সুপারহিট ফ্র্যাঞ্চাইজির অংশ, অনেক প্রযোজকই তাঁকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
৬ / ১০
তবে শ্রীনিধি স্রোতে গা ভাসাননি। তিনি বরাবরই ‘ধীরে চলো’ নীতিতে বিশ্বাসী। অভিনেত্রীর ফেসবুক থেকে
৭ / ১০
‘কেজিএফ’ ছাড়া কেবল একটি সিনেমা মুক্তি পেয়েছে তাঁর। ‘কোবরা’ নামের সে সিনেমাটি দিয়ে তেলেগুতে অভিষেক হয় শ্রীনিধির। তবে সিনেমাটি বক্স অফিসে ডাহা ফেল করে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৮ / ১০
চলতি বছর অবশ্য দুটি সিনেমায় দেখা যাবে তাঁকে। দুটিই তেলেগু সিনেমা। যার একটি ‘হিট: দ্য থার্ড কেস’ মুক্তি পাবে আগামী ১ মে। অভিনেত্রীর ফেসবুক থেকে
আরও পড়ুন
৯ / ১০
আরেকটি সিনেমা ‘তেলুশু কাডা’র মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। অভিনেত্রীর ফেসবুক থেকে
১০ / ১০
গত কয়েক বছরে ভারতের অন্যতম সফল থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘হিট’। এই সিনেমার আগের দুই কিস্তি সুপারহিট। এবার আসেছে তৃতীয়টি, যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে নানিকে। এই দক্ষিণি তারকা সিনেমাটির প্রযোজকও বটে। অভিনেত্রীর ফেসবুক থেকে