‘বাহুবলী’ নির্মাণ করতে ৫২২ কোটি টাকা ঋণ নিতে হয়েছিল রাজামৌলিকে
ভারতে এই সময়ের সেরা পরিচালকের তালিকা করলে তার মধ্যে শুরুর দিকে থাকবেন এস এস রাজামৌলি। তাঁর সর্বশেষ সিনেমা ‘আরআরআর’ দিয়ে ভারতকে অস্কারও এনে দিয়েছেন তিনি। তাঁর সর্বশেষ তিনটি সিনেমাই বক্স অফিসে তুলেছে ঝড়। ক্যারিয়ারের শুরুর দিকে ছোট বাজেটের সিনেমা বানিয়ে হাত পাকিয়েছিলেন রাজামৌলি। ২০১৫ সালে নির্মাণ করলেন বড় বাজেটের সিনেমা ‘বাহুবলী’।
‘বাহুবলী’ মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। এর আগে রাজামৌলির কোনো সিনেমা এত বড় হিট হয়নি। প্রথম বড় বাজেটের সিনেমা দিয়েই বাজিমাত করেছেন তিনি। পরিচালক এ সিনেমার জন্য বড় ধরনের বাজিই ধরেছিলেন।
কেননা, এত বড় বাজেটের সিনেমায় কোনো প্রযোজকই ছিল না। নিজের অর্থ দিয়েই সিনেমাটি নির্মাণ করেন তিনি। আর এই অর্থও তিনি অনেক বেশি সুদে ঋণ করেছিলেন।
এর আগে তিনি সর্বোচ্চ ৫০ কোটি টাকা বাজেটের সিনেমা নির্মাণ করেছেন। আর ‘বাহুবলী’ সিনেমা নির্মাণে খরচ হয় ২৩৫ কোটি টাকা। প্রযোজক ছাড়া এত বড় বাজেটের সিনেমা নির্মাণ ছিল রাজামৌলির কাছে চ্যালেঞ্জ।
এ জন্য তিনি ২৪ শতাংশ সুদে সাড়ে ৫ বছরের জন্য ৫২২ কোটি টাকা ঋণ নেন। বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান টুইট করে এ তথ্য জানান। খবর বলিউড লাইফের
এর আগে সিনেমার অর্থনৈতিক সংকটের কথা বললেও অর্থের এই সংখ্যা প্রকাশ করেননি রাজামৌলি। এত টাকা ঋণ নিলেও সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত ছিলেন তিনি।
সিনেমা ফ্লপ হলে কী হতো, এ প্রসঙ্গে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রাজামৌলি বলেছিলেন, ‘এই সিনেমা ফ্লপ হলে আমি একা নই, যারা আমার পাশে ছিল, সবাইকে নিয়েই ডুবে যেতাম।’ কিন্তু শেষ পর্যন্ত এই সিনেমা আয় করেছে প্রায় ৮৫০ কোটি টাকা।