৫০০ কোটি ক্লাবে ‘কিং খান’–এর ‘পাঠান’

‘পাঠান’ ছবির একটি দৃশ্য
ছবি: ইনস্টাগ্রাম থেকে

‘পাঠান’ ছবি মুক্তির ২২ দিন পার হয়ে গেছে। তবু বক্স অফিসে এখনো তাণ্ডব চালিয়ে যাচ্ছে শাহরুখ খানের এ ছবি। একের পর এক রেকর্ড তছনছ করে নতুন নতুন রেকর্ড গড়ছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশনধর্মী ছবি এবার ৫০০ কোটি রুপি আয় পার করে ফেলেছে। শুধু তা–ই নয়, সবচেয়ে আয়কারী বলিউড ছবি হিসেবে শীর্ষে উঠে এসেছে কিং খানের এই ছবির নাম।

‘পাঠান’ জ্বরে আক্রান্ত সারা দুনিয়া। বার্লিন, প্যারিস, নিউইয়র্ক, দুবাইসহ বিভিন্ন দেশে ছড়িয়ে আছে শাহরুখ খানের হাজারো অনুরাগী। সারা বিশ্ব যেন নেচে উঠেছে ‘ঝুমে যো পাঠান’-এর তালে। ‘পাঠান’ মুক্তির প্রথম দিন-ই ৫০ কোটির বেশি আয় করে বুঝিয়ে দিয়েছিল ছবিটি লম্বা রেসের ঘোড়া। আর ‘পাঠান’ সত্যি তা প্রমাণ করেছে।

‘পাঠান’–এর খলনায়ক ও নায়ক জন আব্রাহাম ও শাহরুখ খান

গত ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। কিন্তু এখনো ‘পাঠান’ সুনামি অব্যাহত। দীপিকা পাড়ুকোন–কিং খান জুটির ছবিটি মুক্তির প্রথম বর্ধিত সপ্তাহে ৩৬৪ কোটি ১৫ লাখ রুপি আয় করে নতুন রেকর্ড সৃষ্টি করেছিল। দ্বিতীয় সপ্তাহে এই আয়ের অঙ্ক ছিল ৯৪ কোটি ১৫ লাখ রুপি। ‘পাঠান’ ছবি মুক্তির তৃতীয় সোমবার, অর্থাৎ ২০ দিনের মাথায় ৪ কোটি ২০ লাখ আয় করেছে। ২১ দিনে এই আয়ের অঙ্ক বেড়ে হয়েছিল ৫ কোটি ৬ লাখের কাছাকাছি। গতকাল ‘পাঠান’ আয় করেছে ৩ কোটি ৫০ লাখ রুপি। ভারতজুড়ে সব ভাষায় শাহরুখের ছবিটি এ পর্যন্ত আয় করেছে ৫০২ কোটি ৩৫ লাখ রুপি।

আরও পড়ুন
আরও পড়ুন

এ ক্ষেত্রে ‘পাঠান’ কন্নড় সুপারস্টার যশের ‘কেজিএফ ২’-কে অনেক দিন আগেই পেছনে ফেলে দিয়েছে। অ্যাকশন থ্রিলার ছবির ঘরানায় ‘পাঠান’ সবচেয়ে আয়কারী ছবি হিসেবে শীর্ষে উঠে এসেছে। ‘পাঠান’-এর এই গতি অব্যাহত থাকলে শিগগিরই ছবিটি ‘বাহুবলী ২’কে টেক্কা দেবে বলে অনেকের ধারণা। এস এস রাজামৌলি পরিচালিত ছবিটি শুধু হিন্দি ভাষাতে ৫১০ কোটি ৯৯ লাখ রুপি আয় করেছিল। বিশ্বজুড়ে ‘পাঠান’ ২১ দিনে ৯৬০ কোটির বেশি আয় করেছে।

‘পাঠান’–এ দীপিকা
ইনস্টাগ্রাম

এখন ছবির নির্মাতার লক্ষ্য হাজারকোটি পার করা। ‘পাঠান’ চতুর্থ সপ্তাহে প্রবেশ করতে চলেছে। এখন দেখার, আগামী দিনে নতুন কী কী রেকর্ড গড়বে স্পাই ইউনিভার্সের এই ছবি। তবে এবার সিদ্ধার্থের এ ছবির সঙ্গে জোর টক্কর হবে কার্তিক আরিয়ানের ‘শাহেজাদা’ ছবির। কার্তিকের এ ছবিকে ঘিরে দারুণ উন্মাদনা দেখা যাচ্ছে।

আরও পড়ুন
আরও পড়ুন