‘বিশ্বাসই হয় না, এমন মিষ্টি মানুষ আমার জীবনে আছে’
মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। আর কিছুদিন পর রিচা আর আলী ফজলের সাজানো সংসারে এক নতুন সদস্য আসবে। তাই এখন সব ব্যস্ততা থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি। প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখন আমি পুরোপুরি নিজের আর নতুন যে অতিথি আসছে, তার দেখভাল করছি। কাজকর্ম এখন বন্ধ রেখেছি। ভালো গান শুনে, ভালো বই পড়ে সময় কাটাচ্ছি। জীবনের এই পর্যায়টা দারুণ উপভোগ করছি।’
বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি হলেন রিচা চাড্ডা-আলী ফজল। আলী কতটা দেখভাল করছেন হবু মায়ের, হালকা হেসে রিচা বলেন, ‘কখনো কখনো বিশ্বাসই হয় না যে এত সুদর্শন, এমন মিষ্টি এক মানুষ আমার জীবনে আছে। ও আমার ভীষণ খেয়াল রাখে। এখন নয়, আলী সব সময় আমার ব্যাপারে কেয়ারিং। ও আমার আশপাশের পরিবেশ সব সময় শান্তিপূর্ণ আর ইতিবাচক রাখার চেষ্টা করে। ক্যারিয়ারের দিকে থেকে আমি সব সময় ওর সমর্থন পেয়ে এসেছি।’
রিচা জানান, মা–ই তাঁর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। অভিনেত্রী জানান, ‘আমার মা চাকরিজীবী ছিলেন। গত বছর উনি অবসর নিয়েছেন। আমার ভাই জন্মানোর মাত্র এক মাস পরই মা কাজের জগতে ফিরে গিয়েছিলেন। মাকে দেখেছি, সংসার আর কাজের জগৎ খুব ভালোভাবে সামলাতে। মা আমাদের দুই ভাই-বোনকে খুব সুন্দর শিক্ষা দিয়ে বড় করেছেন।’
রিচাকে শেষ পর্দায় দেখা গেছে নেটফ্লিক্সের ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ওয়েবসিরিজে। সঞ্জয় লীলা বানসালির এই সিরিজে ‘লাজ্জো’-র চরিত্রে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। ‘হীরামান্ডি’-র প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী জানান, ‘আমার জন্য চরিত্রটি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। এ ধরনের চরিত্রে দর্শক আমাকে প্রথম দেখলেন। সবার প্রশংসা পেয়ে ভালোই লাগছে। পর্দায় “লাজ্জো” হয়ে ওঠার জন্য আমি মীনাকুমারীর “পাকিজা” অসংখ্যবার দেখেছি। চেষ্টা করেছি, “পাকিজা” ছবির মীনাকুমারীর কাছাকাছি যেতে। ওনার মতো এক শতাংশ করতে পারলেই আমি ধন্য।’
রিচাকে সব সময় ব্যতিক্রমী চরিত্রে দেখা যায়। নিজের ১৬ বছরের অভিনয়জীবনের প্রসঙ্গে এই বলিউড নায়িকা বলেন, ‘আমি আমার ফিল্মি ভ্রমণকে ঘিরে নিশ্চয়ই সন্তুষ্ট। কিন্তু কোথাও যেন এক অপূর্ণতা অনুভব করি। একজন অভিনেত্রী হিসেবে এখনো অনেক কিছু করার বাকি আছে। এখনো নিজের জীবনের সেরা চরিত্রটির অপেক্ষায় আছি আমি।’