গেল ১৫-২০ দিন কঠিন সময় পার করেছেন হিনা

হিনা খানঅভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ সিরিয়ালের সবার প্রিয় আকশারা তথা অভিনেত্রী হিনা খান ‘লড়ছেন’ তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের সঙ্গে। তিনি বিগ বস-১১ তারকাও। ক্যানসার ধরা পড়ার পর থেকে নিজের চিকিৎসা–সম্পর্কিত যাবতীয় সব তথ্যই ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই তারকা। যোগ দিচ্ছেন নানা অনুষ্ঠানেও। নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে বদ্ধপরিকর হিনাও এই রোগের সঙ্গে মাঝেমধ্যে পেরে উঠছেন না। কেমোর কারণে হিনার মাথার চুল আগেই ঝরে পড়েছে। সেটিও ভক্তদের দেখিয়েছেন হিনা। ধীরে ধীরে হিনার চোখের ভ্রুও ঝরে গেছে।

গায়ে জড়ানো শাল, মাথায় কানটুপি, চোখে চশমা পরা হিনার চেহারায় হাসির ঝিলিক
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এবার হিনা চিকিৎসার সবশেষ অবস্থার কথাও জানালেন। ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, ব্যালকনিতে বসে সূর্যাস্ত উপভোগ করছেন। গায়ে জড়ানো শাল, মাথায় কানটুপি, চোখে চশমা পরা হিনার চেহারায় হাসির ঝিলিক। তবে চোখেমুখে জটিল চিকিৎসার ছাপও স্পষ্ট। ছবিগুলোর সঙ্গে নিজের বর্তমান জীবনযাত্রার কথাও জানালেন ভক্তদের। হিনা লিখেছেন, ‘শেষ ১৫-২০ দিন আমার জন্য শারীরিক এবং মানসিকভাবে সবচেয়ে কঠিন সময়। ক্ষতগুলো আবার ফিরে আসছে, ভয় না পেয়ে সেগুলোর মুখোমুখি হয়েছি আমি। এখনো আমি লড়াই করেছি, এখনো করছি। এত যন্ত্রণা এবং আরও, আরও।’

হিনা আরও বলেছেন, এ সময়ে তিনি আশাহত না হয়ে ইতিবাচক থাকতে চান। আশা করি, আপনি জীবনযুদ্ধগুলোর মুখোমুখি হবেন, সেসবের সঙ্গে লড়াইয়ের জন্য একইভাবে শক্তিও পাবেন। আশা করছি, আমরা সবাই বিজয়ী হব। সে কারণে হাসতে ভুলবেন না। দোয়া…কৃতজ্ঞতা…হিনাকে শক্তি এবং সাহস জুগিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর ভক্ত-অনুরাগীরা।

হিনা খান
হাসপাতালের পোশাক পরে বারান্দা দিয়ে হাঁটার একটি ছবি ভক্তদের মধ্যে শেয়ার করেছেন অভিনেত্রী

এর আগে হাসপাতালের পোশাক পরে বারান্দা দিয়ে হাঁটার একটি ছবি ভক্তদের মধ্যে শেয়ার করেছেন অভিনেত্রী। এক হাতে ছিল ক্যাথেটার। সেখানে নল লাগানো আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে হিনা লিখেছেন, ‘আলোর দিকে হেঁটে যাচ্ছি, ছোট ছোট পায়ে হেঁটে চলেছি আমার আশার দিকে নতুন করে।’ লিখেই সবার কাছে দোয়া চান তিনি।

হিনা খান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

কয়েক মাস আগে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান হিনা খান। জানান, ক্যানসারের তৃতীয় পর্যায়ে আছেন তিনি। তবে ক্যানসারে আক্রান্ত হলেও কাজ থেকে বিরতি নেবেন না বলেও জানান হিনা খান। সম্প্রতি ‘বিগ বস ১৮’-এর মঞ্চে দেখা গেছে হিনাকে। শত কষ্টের মধ্যেও দর্শকের সামনে পুরোনো হিনা হয়েই ধরা দেন তিনি।