আমার মতো যাঁরা দিল্লি থেকে এসেছেন, তাঁদের কাছে শাহরুখ এক দৃষ্টান্ত: তাপসী
নিজের দমেই বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। এখানে তাঁর কোনো আত্মীয় নেই, তথাকথিত গডফাদার নেই। জীবনে অনেক সাফল্য পেলেও তাঁর নিজের একটা স্বপ্ন অপূর্ণ ছিল, বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে জুটি। তাপসীর এই স্বপ্নও পূরণ হতে যাচ্ছে। এক সাক্ষাৎকারে তাঁর অনুভূতির কথা জানিয়েছেন তিনি।
শিগগিরই রাজকুমার হিরানির ‘ডানকি’ ছবিতে দেখা যাবে তাপসীকে। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে আসছেন তাপসী। কিং খানের সঙ্গে একই পর্দায় আসা নিয়ে তাপসী একাধিকবার তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ফিল্মফেয়ার সাময়িকীকে এক সাক্ষাৎকারের সময় তিনি এ ব্যাপারে আরও খোলামেলা কথা বলেন। শাহরুখের সঙ্গে জুটি বাঁধার প্রসঙ্গে তাপসী বলেছিলেন, ‘“ডানকি” আমার জীবনের সেরা ঘটনাগুলোর মধ্যে একটা।
আমি রাজকুমার হিরানি আর শাহরুখ খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সত্যি বলতে কিছু বছর আগে আমি কল্পনাও করতে পারিনি যে এমন সুযোগ পাব।’
তাপসী আরও বলেন, ‘মনকে সব সময় বলতাম, আমি রাজকুমার হিরানি ও শাহরুখ খানের সঙ্গে কাজ করছি। এর মধ্যে একজন হলেন ক্ল্যাসিক, আরেকজন পুরো জাতির হৃদয়জুড়ে আছেন।
বিশেষ করে আমার মতো যাঁরা দিল্লি থেকে এসেছেন, তাঁদের কাছে শাহরুখ এক দৃষ্টান্ত। তাঁর অভিনয়ের কথা ছেড়ে দিন, মানুষ হিসেবে তাঁর সঙ্গে আমরা সবাই একাত্ম। মনে হয় যে তিনি আনন্দে থাকলে আমরাও সবাই খুশিতে থাকব, তিনি কষ্টে থাকলে আমরাও দুখী হব! শাহরুখ খানের সঙ্গে আমাদের সবার এ রকমই এক সম্পর্ক। এই ছবির ঘোষণা হওয়ার পর আমি প্রচুর মেসেজ পেয়েছিলাম। মনে হচ্ছিল, এটা আমার নিজের অনেক বড় জয়। সব মিলিয়ে দারুণ এক অনুভূতি।’
তেলেগু ছবির মাধ্যমে অভিনয় জগতে অভিষেক হয়েছিল তাপসীর। বলিউড ইন্ডাস্ট্রিতে ১১ বছর পার করে ফেলেছেন তিনি। এই ইন্ডাস্ট্রিতে নিজের জমি পাকাপোক্ত করতে আর পাঁচজন আউটসাইডারের মতো তাঁকেও সংগ্রাম করতে হয়েছে।
তাপসী বলেন, ‘পেছনের দিকে ফিরে তাকালে আমি কঠিন কিছু দেখতে পাই না। ভাবি যে এটাই একমাত্র পথ ছিল, আর এটা ছাড়া আমার কোনো পথ খোলা ছিল না। আর আমি যা চেয়েছি, তার থেকে বেশি পেয়েছি। আমি কখনো ভাবিনি যে আমি অভিনেত্রী হব। আর এখন শাহরুখ খানের সঙ্গে একই ছবিতে আমি। আমার কাছে এ সবকিছু অতিরিক্ত পাওয়া মনে হয়। পেছনের দিকে তাকালে মনে হয়, কোথা থেকে শুরু করেছিলাম আর আজ কোথায় পৌঁছে গিয়েছি। আমার মনে হয়, জীবনের কাছে সব সময় কৃতজ্ঞ থাকা প্রয়োজন।’
তাপসীকে আগামী দিনে ‘ডানকি’ ছাড়াও ‘ফির আয়ি হাসিনা দিলরুবা’, ‘লাড়কি হ্যায় কাহাঁ’ ছবিতে দেখা যাবে।