সাত ফুট এক ইঞ্চি উচ্চতা! দিন চুক্তিতেও কাজ করেছেন এই অভিনেতা

উচ্চতা শুনলে অবাক হতে হয়। সাত ফুট এক ইঞ্চি। শৈশব থেকেই উচ্চতা নিয়ে নানা কথা শুনতে হতো। গরিব পরিবার বলে সব হজমও করতেন। তিনি একসময় ভারতের রেসলিংকে সামনে নিয়ে গেছেন। পরবর্তী সময়ে নাম লিখিয়েছেন অভিনয়ে। তাঁকে একসময় দিন চুক্তিতে কাজ করে অর্থ আয় করতে হতো। এই অভিনেতার নাম দিলীপ সিং রানা। তিনি ‘দ্য গ্রেট খালি’ নামেও পরিচিতি। আজ এই অভিনেতার জন্মদিন। জেনে নিতে পারেন জানা–অজানা কথাগুলো—
১ / ৫
হিমাচল প্রদেশে তাঁর জন্ম। পরিবার ছিল দরিদ্র; সাত ভাইবোনের সংসারে অভাবে কেটেছে শৈশব। সংসার চালানোর জন্য একসময় মাঠের কাজও করেছেন।
ছবি: ফেসবুক
২ / ৫
ভালো একটি ভবিষ্যতের জন্য তিনি একসময় চলে আসেন শিমলায়। সেখানে সিকিউরিটি গার্ডের কাজ নেন। এই কাজ থেকেই চোখে পড়েন পাঞ্জাব পুলিশ বিভাগের।
ছবি: ফেসবুক
৩ / ৫
পুলিশের চাকরির সময় তিনি স্থানীয় শরীরচর্চা কেন্দ্রে রেসলিংয়ের ওপর প্রশিক্ষণ নেন। পরে তিনি রেসলিং ট্রেনিংয়ের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পান। ২০০০ সাল–পরবর্তী সময়ে তিনি টানা রেসলিংয়ে ব্যস্ত থাকেন। বিভিন্ন রেসলিংয়ে তিনি চ্যাম্পিয়ন হতে থাকেন।
ছবি: ফেসবুক
৪ / ৫
২০১০ সালে তিনি টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস’-এ যুক্ত হন। এর জনপ্রিয়তা পরের বছর তাঁকে এনবিসির ‘আউটসোর্সড’ সিরিজের ক্যামিও চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেয়। ডিজনির ‘পেয়ার অব কিংস’ সিরিজেও অভিনয় করেন।
ছবি: ফেসবুক
৫ / ৫
টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ও সিরিজে তাঁকে প্রায়ই অভিনয় করতে দেখা যায়। সবচেয়ে বেশি রেসলিং নিয়ে টিভি সিরিজে দেখা যায়। পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত। তাঁর জন্ম ১৯৭২ সালের ২৭ আগস্ট।
ছবি: ফেসবুক