তামান্নার স্বপ্ন পূরণ

তামান্না ভাটিয়া। ইনস্টাগ্রাম থেকে

ওটিটি কিংবা বড় পর্দা—তামান্না ভাটিয়ার জয়জয়কার চারদিকে। একদিকে তাঁর অভিনীত ছবি ‘জেলার’ বক্স অফিসে তোলপাড় করেছে। অন্যদিকে ‘আখরি সচ’ ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের প্রশংসা পাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সমকালীন ইন্ডাস্ট্রি নিয়ে তাঁর ভাবনা জানিয়েছেন এই প্যান ইন্ডিয়া অভিনেত্রী।

আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছেন, বাস্তবধর্মী চরিত্রে অভিনয় করতে তিনি বেশি স্বচ্ছন্দ অনুভব করেন।

তামান্না এ প্রসঙ্গে বলেছেন, ‘ইন্ডাস্ট্রির একটা বিষয় আমাকে অবাক করে—বলা হয়, যেসব অভিনেতা সুন্দর, তাঁরা নাকি সিরিয়াস চরিত্রে অভিনয় করতে পারেন না!

তামান্না ভাটিয়া। ইনস্টাগ্রাম থেকে

তাঁরা শুধু গ্ল্যামারার্স চরিত্রেই মানানসই, বাস্তব চরিত্রে নয়। আমার কাছে বাস্তবঘেঁষা চরিত্রে অভিনয় করা সহজ মনে হয়। কারণ, আমি বাস্তব দুনিয়ায় বসবাস করি।’

তামান্না এ প্রসঙ্গে আরও বলেছেন, ‘যখন আপনাকে “লার্জার দ্যান লাইফ” চরিত্রে অভিনয় করতে বলা হয়, এটা অনেক বেশি কঠিন। কারণ, এ ধরনের চরিত্র সম্পূর্ণভাবে আপনার কল্পনা থেকে জন্ম নেয়।

‘জেলার’–এ তামান্না ভাটিয়া ও রজনীকান্ত
টুইটার

এ ধরনের চরিত্রে অভিনয় করতে আমি মোটেও স্বচ্ছন্দ বোধ করি না। নিজেকে খুব কাঁচা লাগে। অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি, আমি নিজেকে সব চরিত্রের জন্য খোলা রেখেছি, আর তাই “আখরি সচ”-এ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে পেরেছি।’

এদিকে ‘জেলার’ ছবিতে রজনীকান্ত আর ‘ভোলা শংকর’ ছবিতে চিরঞ্জীবীর সঙ্গে অভিনয় করেছেন তামান্না। এই ছবি দুটি পরপর মুক্তি পেয়েছে। এই দুই দক্ষিণি তারকার সঙ্গে অভিনয়ের প্রসঙ্গে তামান্না বলেছেন, ‘দুটি ছবিকে ঘিরে আমি অত্যন্ত উৎফুল্ল। মেগাস্টার চিরঞ্জীবী গারু আর সুপারস্টার রজনীকান্ত গারু তাঁরা দুজনেই চলচ্চিত্রজগতের কিংবদন্তি। তাঁদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে।’