কুস্তিগিরের চরিত্র করে ভাগ্যবদল

অদিতি পোহনকর। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অ্যামাজন এমএক্স প্লেয়ারে মুক্তি পেয়েছে ‘আশ্রম ৩’-এর দ্বিতীয় পর্ব। প্রকাশ ঝা পরিচালিত এই সিরিজ দিয়ে অভিনেতা হিসেবে মূল স্রোতে ফিরেছেন ববি দেওল। অভিনেত্রী অদিতি পোহনকরকেও সিরিজটি খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছে। আশ্রম ওয়েব সিরিজে অদিতিকে পাম্মি নামের এক সাহসী কুস্তিগিরের চরিত্রে দেখা গেছে। সিরিজের তিনটি মৌসুম মুক্তি পেয়েছে। প্রতি মৌসুমে অদিতি এ চরিত্রের মাধ্যমে নিজেকে আরও উন্নত করেছেন। চরিত্রটা যত শক্তিশালী হয়েছে, অভিনেত্রী হিসেবে আরও শক্তিশালী ও পরিপক্ব হয়ে উঠেছেন অদিতি। সম্প্রতি এক অনুষ্ঠানে অদিতি জানিয়েছেন, চরিত্রটি অত্যন্ত ব্যতিক্রমী আর তাঁর জীবনদর্শন বদলে দিয়েছে।

এই তরুণ অভিনেত্রী এই সবকিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘প্রকাশ ঝা আর ববি দেওল—এই দুজন আমাকে এমন এক সুযোগ দিয়েছেন, যা চরিত্র হিসেবে খুবই শক্তিশালী। আমি প্রকাশ স্যারকে ধন্যবাদ জানাতে চাই। ছোট এক শহর থেকে এসে পাম্মি আজ নিজেকে যেভাবে বদলেছে, তা অত্যন্ত প্রেরণার।

অদিতি পোহনকর। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এ সিনেমার সব অভিনেতা আমার পরিবার হয়ে উঠেছে। আমার বাবা কিছুদিন আগে চলে গেছেন। আমাকে পাম্মির চরিত্রে দেখে তিনি খুবই গর্বিত ছিলেন। বাবা চলে যাওয়ার পর আমি একটা পরিবার পেয়েছি। প্রতিদিন বিকেলে শুটিং শেষে আমরা এক হতাম। একে অপরের সুখ-দুঃখের কথা ভাগ করে নিতাম। এই মুহূর্তগুলো আজীবন আমার স্মৃতিতে তাজা থাকবে।’

‘আশ্রম ৩’-এর দ্বিতীয় পর্বে একদম অন্য রূপে ধরা দিয়েছেন অদিতি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘এই মৌসুমে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। চরিত্রের প্রয়োজনে আমাকে শারীরিক রূপান্তরের মধ্য দিয়ে যেতে হয়েছে। আসলে আমরা সবাই মিলিতভাবে কাজ করেছি, তাই কোনো কিছু সেভাবে চ্যালেঞ্জিং বলে মনে হয়নি।

অদিতি পোহনকর। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

কুস্তির ক্যাম্পে যে মেয়েরা ছিলেন, তাঁরাও আমাকে অনেক সাহায্য করেছেন। সত্যি বলতে, চরিত্রটির মাধ্যমে নিজেকে আবিষ্কার করেছিলাম। চরিত্রটির অনেকগুলো স্তর ছিল। নিজেও জানি না কীভাবে পর্দায় পাম্মিকে তুলে আনলাম। এটা ছিল আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা।’

চলতি বছর অদিতির একাধিক প্রকল্প মুক্তির অপেক্ষায় আছে। তিনি বলেছেন, ‘অনেকে আমাকে এখন আগামী প্রকল্পের বিষয়ে জিজ্ঞেস করেন।

আরও পড়ুন

দুই বছর ধরে নতুন প্রকল্প নিয়ে কাজ করছি। এখন চারটা প্রকল্প নিয়ে এগোচ্ছি, এগুলো ধীরে ধীরে মুক্তি পাবে। এর মধ্যে ‘দ্য প্রেয়র’ বলে একটা ছবি আছে। এই ছবিটা করে দারুণ উপভোগ করেছি। আমাকে এ ছবিতে একদম অন্য রকম এক চরিত্রে দেখতে পাবেন।’