আরিয়ানের সংগ্রামটা কেমন ছিল

কার্তিক আরিয়ান। ছবি: ইনস্টাগ্রাম থেকে

বর্তমান সময়ে বলিপাড়ার জনপ্রিয় মুখ অভিনেতা কার্তিক আরিয়ান। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হলেও হররধর্মী সিনেমা ‘ভুলভুলাইয়া ২’-তে অভিনয় করে রাতারাতি খ্যাতির তুঙ্গে উঠে যান কার্তিক। সম্প্রতি কার্তিকের ‘চান্দু চ্যাম্পিয়ন’ দর্শকদের মনে বেশ সাড়া ফেলেছে। সামনে অপেক্ষা ‘ভুলভুলাইয়া ৩’-এর। সেখানে কার্তিকের অভিনয়-জাদু দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকেরা।

যদিও এমন সুদিনের জন্য বহু পরিশ্রম, সংগ্রাম করতে হয়েছে কার্তিককে। বলিউডের বাইরের পরিবারে জন্ম নিয়ে কীভাবে এই চলচ্চিত্রশিল্পে নিজেকে প্রথম সারির তারকাদের মধ্যে জায়গা করে নিলেন? এবার সেই প্রশ্নেরও জবাব দিলেন ‘চান্দু চ্যাম্পিয়ন’। অভিনেতার সোজাসাপটা কথা, ‘চলচ্চিত্রজগতে পায়ের নিচে জমি শক্ত করতে অনেক পরিশ্রম করতে হয়েছে।’

সেই লড়াইয়ের গল্পও জানালেন কার্তিক। এক সাক্ষাৎকারে নিজের অতীত স্মরণ করে অভিনেতা বলেন, ‘বলিউডের বাইরে থেকে এসে সুযোগ পাওয়া এবং নিজের কাজের জন্য প্রশংসা আদায় করে নেওয়া কঠিন এবং সেটা শেষ পর্যন্ত মনের ওপর প্রভাব ফেলে। নতুন করে সবকিছু শেখার পরও সমানাধিকারের জন্য লড়াই করতে হয়।’

কার্তিকের ‘চান্দু চ্যাম্পিয়ন’ দর্শকদের মনে বেশ সাড়া ফেলেছে

শুধু তা–ই নয়, চলচ্চিত্রজগতের বাইরে থেকে এলে অবশ্যই অনেক ধৈর্য ধরতে হয় বলেও মন্তব্য এই অভিনেতার। কারণ হিসেবে তিনি বলেন, ‘এখানে কাজ পেতে পরিশ্রম করতে হয়। পাশাপাশি চলচ্চিত্রজগতের বাইরে থেকে আসাটা যে দুর্বলতা নয়, সেটি বোঝাতে গিয়েও অনেক কাঠখড় পোহাতে হয়েছে।’

কার্তিক আরও বলেন, ‘এখন পর্যন্ত আমি যা যা করেছি, সবটাই নিজের পরিশ্রমে।’
জোর সমালোচনা আছে যে বলিউডের বাইরের অভিনেতা-অভিনেত্রীদের এই শিল্পে জায়গা করে নিতে বহু সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। কঠিন সময়ে মনের জোর না থাকলে ঝরেও পড়েন অনেকে। অনেকে এতটা চাপ নিতে না পেরে ডুবে যান হতাশায়। কেউ কেউ হারিয়ে যান চিরতরেও।

‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায় কার্তিক আরিয়ান ও রাজপাল যাদব। আইএমডিবি

সমালোচকেরা বলেন, বলিউডে অভিনয়দক্ষতা দেখালেও প্রাপ্য মর্যাদাটুকু না পেয়ে হতাশায় ডুবে যান প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এরপর অকালে প্রাণও ঝরে গেছে উজ্জ্বল এই তারকার। তাঁর পাশাপাশি বহু তারকার অকালমৃত্যুর খবর ভেসে আসে বলিপাড়ার ভেতর থেকে।