জুয়ার অ্যাপে প্রতারণা–কাণ্ডে রণবীর কাপুরকে তলব, কী করেছেন অভিনেতা

রণবীর কাপুর। এএনআই

একটি অনলাইন বেটিং অ্যাপে প্রতারণা–কাণ্ডে তলব করা হলো বলিউড অভিনেতা রণবীর কাপুরকে। আগামী শুক্রবার ভারতের আর্থিক দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) রায়পুরের দপ্তরে হাজির হতে হবে রণবীরকে। খবর টাইমস অব ইন্ডিয়ার

অনেক দিন ধরেই ইডির নজরে মহাদেব গেমিং অ্যাপটি। মুম্বাই, কলকাতা ও ভূপালে একযোগে অভিযান চালিয়ে সংস্থাটির প্রায় ৪১৭ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। জানা গেছে, বেটিং অ্যাপটির নেপথ্যে আছেন সৌরভ চন্দ্রকর।

আরও পড়ুন

চলতি বছরের ফেব্রুয়ারিতে দুবাইয়ে বিয়ে করেন তিনি। তাঁর জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনে রণবীর কাপুর ছাড়াও ছিলেন সানি লিওনি, টাইগার শ্রফ, নেহা কক্করসহ আরও অনেক বলিউড তারকা।

রণবীর কাপুর
ইনস্টাগ্রাম

এই সূত্র ধরেই রণবীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গেমিং অ্যাপটির সঙ্গে রণবীরের সংশ্লিষ্টতার বিস্তারিত জানতে চায় ইডি। তিনি কীভাবে অ্যাপটির প্রচার করেছেন, এ জন্য কত অর্থ নিয়েছেন, সেই অর্থ কীভাবে গ্রহণ করেছেন—এসব নিয়ে ব্যাখ্যা চাওয়া হবে অভিনেতার কাছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কেবল রণবীর কাপুরই নন, গেমিং অ্যাপটির প্রচারে যুক্ত অন্য তারকাদেরও নজরে রেখেছে ইডি। তাঁদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।