২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

এসব দেখেই তো বড় হয়েছি...

শ্রুতি হাসান
ফেসবুক থেকে

শুধু অভিনয়ে নয়, গানেও সমান পারদর্শী অভিনেত্রী শ্রুতি হাসান। খুব কম বয়সেই তাঁর ক্যারিয়ার শুরু। কয়েক বছর ধরে নিজের জায়গা একই অবস্থানে ধরে রেখেছেন কমল হাসানকন্যা। পাশাপাশি বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। তবে ধূসর চরিত্র সবচেয়ে বেশি উপভোগ করেন এই নায়িকা।

আরও পড়ুন

কিছুদিন আগেই তেলেগু ছবি ‘ওয়ালটেয়ার ভিরায়া’তে র এজেন্ট ‘অতিধি’র চরিত্রে দাপট দেখিয়েছেন শ্রুতি। তাঁর আগামী ছবি ‘সালার’-এর দিকে এখন সবার নজর। কেননা এই ছবির পরিচালনার দায়িত্বে আছেন ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীল। ‘সালার’–এ শ্রুতিকে ‘আদ্যা’র চরিত্রে দেখা যাবে। দক্ষিণি সুপারস্টার প্রভাসের সঙ্গে জুটি বেঁধে আসছেন তিনি। শ্রুতি নিজেও এই প্যান ইন্ডিয়া ছবিকে ঘিরে রীতিমতো উত্তেজিত।

এক সাক্ষাৎকারে এই ছবি প্রসঙ্গে শ্রুতি বলেছেন, ‘প্রশান্ত স্যার এই ছবিতেও নতুন এক দুনিয়ার সৃষ্টি করেছেন।

শ্রুতি হাসান
ফেসবুক থেকে

আর তাই ‘কেজিএফ’ আমার এত পছন্দের ছবি। একজন চিত্রনির্মাতার কাজ হলো আপনাকে তাঁর দুনিয়ায় নিয়ে যাওয়া। আর প্রশান্ত স্যারই পারেন এই বিশ্বের মধ্যে তাঁর নিজের এক বিশ্বের জন্ম দিতে। আর খুব সুন্দরভাবে তিনি তা করেন। এই ছবির প্রতিটি চরিত্র, প্রতিটি মুহূর্তকে আমি ভালোবাসি।’ শ্রুতি জানান, প্রভাস সম্পর্কে অনেক ভালো ভালো কথা তিনি শুনেছিলেন। সুন্দর সময়ও কাটিয়েছেন এ বড় তারকার সঙ্গে।

হিন্দি, তামিল, তেলেগুসহ একাধিক ভাষায় মুক্তি পাবে ‘সালার’। প্যান ইন্ডিয়া ছবির প্রসঙ্গে শ্রুতি বলেন, ‘এসব দেখেই তো বড় হয়েছি। আমার মা-বাবার ছবির ক্ষেত্রেও আমি এ রকম দেখেছি। তাই আমার কাছে এসব নতুন কিছু নয়।

শ্রুতি হাসান
ফেসবুক থেকে

বলতে পারেন, প্যান ইন্ডিয়া আবহে আমার বেড়ে ওঠা। আমি যখন প্রথম এই পেশার সঙ্গে যুক্ত হয়েছিলাম, তখনই নিজেকে প্যান ইন্ডিয়া অভিনেতা বলে উল্লেখ করতাম। এখন এটাই সত্যি।’
গত বছর ‘বেস্ট সেলার’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটির দুনিয়ায় পা রেখেছেন শ্রুতি।

এই সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজে তাঁর সঙ্গে ছিলেন মিঠুন চক্রবর্তী। এ সিরিজে তাঁকে এক ধূসর চরিত্রে দেখা গেছে। নিজের ওটিটি অভিষেক প্রসঙ্গে এই তারকা-কন্যা বলেন, ‘ধূসর চরিত্রে অভিনয় করতে আমি দারুণ উপভোগ করেছি। পাশাপাশি এই চরিত্রের চ্যালেঞ্জগুলোও আমি সমান উপভোগ করেছি। “বেস্ট সেলার” আমার অত্যন্ত পছন্দের একটি প্রকল্প। কারণ, এই সিরিজে আমি বৈচিত্র্যময় শেডস আর নানান স্তরের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। আমি চাই আমাকে আরও ধূসর চরিত্রের প্রস্তাব দেওয়া হোক। সত্যি বলতে ধূসর চরিত্রে অভিনয় করে যে আনন্দ আমি পাই, তা অতুলনীয়।’