আলিয়া, সোনমের সঙ্গে চুম্বনদৃশ্যে রাজি হননি এই পাকিস্তানি তারকা
পাকিস্তানি গায়ক-অভিনেতা ফাওয়াদ খান পুরো উপমহাদেশেই জনপ্রিয়। একটা সময় তাঁকে দেখা গেছে বলিউড সিনেমাতেও। তবে নিজের একটা নীতিতে অটল ছিলেন তিনি—পর্দায় কখনো চুম্বনদৃশ্যে অভিনয় করেননি। হিন্দি সিনেমায় অভিনয় করতে এসেও এই নিয়ম মেনে চলেছেন, দুই বলিউড অভিনেত্রীর সঙ্গে চুম্বন দৃশ্যে রাজি করানো যায়নি। খবর টাইম নাউয়ের
জানা গেছে, বলিউডের বেশ ছবিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পরই বড় শর্ত দিয়ে রেখেছিলেন ফাওয়াদ খান। ‘খুবসুরত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। ‘খুবসুরত’ ছবিতে সোনম কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন ফাওয়াদ। ২০১৪ সালে মুক্তি পায় সেই ছবি। ফাওয়াদের শর্ত ছিল, পর্দায় কোনোভাবেই সোনমের সঙ্গে চুম্বনদৃশ্যে অভিনয় করতে পারবেন না।
ফাওয়াদের দাবি ছিল, তাঁর বহু অনুরাগী। পর্দায় চুম্বন করে তাঁদের হতাশ করতে চান না। ফাওয়াদ বলেছিলেন, ‘আমি অনুরাগীদের অনুভূতিকে শ্রদ্ধা করতে চাই। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আমার বহু অনুরাগী হতাশ হয়ে পড়বেন।’
শুধু সোনমকেই নয়, আলিয়া ভাটকেও পর্দায় চুম্বন করতে রাজি হননি ফাওয়াদ। ২০১৬-এর ছবি ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে ফাওয়াদের সঙ্গে অভিনয় করেছিলেন আলিয়া।
অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চিত্রনাট্যে একটি চুম্বনের দৃশ্যে অভিনয় করার কথা ছিল ফাওয়াদ ও আলিয়ার। কিন্তু রাজি হননি ফাওয়াদ। বদল আনা হয় চিত্রনাট্যে। গভীর চুম্বনের বদলে ফাওয়াদের ঠোঁটে আলতো চুম্বন করেন আলিয়া। যদিও সেই দৃশ্যেও নাকি খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না ফাওয়াদ। তাই আলিয়াও সচেতন ছিলেন।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অনুশকা শর্মার বিপরীতে দেখা গিয়েছিল ফাওয়াদকে। তবে সেই ছবিতে তেমন কোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়নি পাকিস্তানি অভিনেতাকে।