‘স্ত্রী’ বদল, কী বললেন অজয়-বাণী
২০১৮ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার গুপ্তা পরিচালিত ‘রেইড’ ছবিটি। এবার আসতে চলেছে এর দ্বিতীয় কিস্তি। ‘রেইড’ ছবিতে বলিউড সুপারস্টার অজয় দেবগন ‘অময় পটনায়ক’ নামের এক সৎ আয়কর অফিসারের চরিত্রে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ‘রেইড ২’-তে আবার দেখা যাবে তাঁর পরাক্রম। তবে ‘রেইড’-এ অজয়ের স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজকে। এবার ইলিয়ানার বদলে আসতে চলেছেন বাণী কাপুর। ‘রেইড ২’ ছবিতে অজয়ের স্ত্রী বদল নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়। ‘রেইড ২’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অজয় ও বাণী এ প্রশ্নের জবাব দিলেন।
সম্প্রতি মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘রেইড ২’ ছবির ট্রেলার। রাজকুমার গুপ্তা পরিচালিত এই ছবিতে এবার খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা রীতেশ দেশমুখকে। আর ‘রেইড ২’ ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বলিউডের প্রভাবশালী অভিনেতা সৌরভ শুক্লা।
এই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয় দেবগন, বাণী কাপুর, সৌরভ শুক্লা, পরিচালক রাজকুমার গুপ্তা। ‘রেইড ২’ ছবিতে অজয়ের স্ত্রীর চরিত্রে ইলিয়ানার পরিবর্তে বাণীর আসার প্রসঙ্গে অজয় বলেছেন, ‘আপনারা এ রকম হলিউড ছবিতে দেখতে পান। শন কনারির পর অনেকে জেমস বন্ড হয়েছেন। আসলে মানুষ চরিত্রকে অনুসরণ করে, তাই নতুন অভিনেতা আসতে–যেতে থাকে।’
ইলিয়ানাকে নিয়ে বাণীর মনে হিংসা আছে কি না, এর জবাবে বাণী বলেন, ‘এই ছবির প্রথম অভিনেত্রীকে নিয়ে আমার মনে কোনো হিংসা নেই। পর্দার বাইরে আমাদের বন্ডিং খুবই ভালো। অভিনয়শিল্পী হিসেবে আপনাকে শুধু আপনার চরিত্রটা সততার সঙ্গে মেলে ধরতে হবে। লেখক ও পরিচালক যেমনভাবে বলবেন, তা করতে হবে।’ বাণী আরও বলেছেন, ‘এই ছবিতে আমি নিজেকে অন্যভাবে তুলে ধরার সুযোগ পেয়েছি। আমার জন্য এটা এক তাজা অভিজ্ঞতা ছিল।’
এদিকে ‘রেইড ২’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উঠে আসে বলিউড ছবির ব্যবসার মন্দার কথা। অজয় এ প্রসঙ্গে বলেন, ‘এখন আমরা সবাই সংগ্রাম করছি। আমরা এখানো জানি না যে দর্শক কোন জিনিসের জন্য আসবেন, কোন জিনিসের জন্য আসবেন না। আমরা জানি, মহামারির সময় দর্শক ওটিটিতে আন্তর্জাতিক কনটেন্ট বেশি অন্বেষণ করেছেন। ফলে তাঁদের চিন্তাভাবনায় বদল এসেছে। তাই আমরাও এটা গ্রহণের চেষ্টা করছি। এভাবে আমরাও বদলাচ্ছি। কিন্তু আমরা কেউ এ ব্যাপারে নিশ্চিত নই। আমরা বিষয়টাকে বুঝে ওঠার চেষ্টা করছি মাত্র।’ এই বলিউড তারকা আরও বলেন, ‘এমন নয় যে শুধু বলিউডে ছবি চলছে না; সারা দুনিয়ায় কিছু ছবি চলছে বা চলছে না। বলিউড, দক্ষিণি ছবি, হলিউড—সব জায়গায় একই পরিস্থিতি।’
মাল্টিপ্লেক্সে টিকিটের দাম বেশি বলেই কি মানুষ থিয়েটারে আসছেন না? এর জবাবে অজয় বলেন, ‘আমার মনে হয় না যে এটা কারণ। দর্শক যখন সিনেমা হলে আসেন, তখন একই টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখেন। আমি মনে করি, দর্শক ঠিক করে নেন, কোন ছবিটা দেখবেন আর কোনটা দেখবেন না। আমার এটাও মনে হয়, আমরা যেভাবে প্রচারণা করি, তা দর্শককে আকর্ষণ করছে না। দর্শক ভালো কনটেন্টের জন্য ব্যাকুল হয়ে থাকেন। আপনার ছবির ট্রেলার যদি ভালো হয়, গান যদি হিট হয়, তাহলে দর্শক নিশ্চিভাবে ছবিটা দেখতে আসেন। তাই সবকিছু নির্ভর করছে যে দর্শক কী দেখতে চান, তার ওপর।’
আগামী ১ মে বড় পর্দায় আসতে চলেছে ‘রেইড ২’।