রাশমিকা, আলিয়া নাকি কঙ্গনা, কে ঝড় তুলবেন বক্স অফিসে

কে ঝড় তুলবেন বক্স অফিসে। কোলাজ

বছরজুড়ে বিভিন্ন উৎসবে মুক্তি পায় বড় বাজেটের হিন্দি সিনেমা। বড় উৎসব ছাড়াও মুক্তির তালিকায় আছে বেশ কিছু সিনেমা। ২০২৫ সালে কোন তারকার সিনেমা নিয়ে আগ্রহ দর্শকের? জেনে নেওয়া যাক এমন কয়েকটি সিনেমার কথা—

অক্ষয় কুমার। এএনআই

‘হাউসফুল ৩’–এর পর প্রশ্ন উঠেছিল, ‘হাউসফুল ৪’ কি হবে? জবাবে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়েছিলেন, ‘দারুণ একটা সিরিজ। নিশ্চয়ই আরও একটির কাজ শুরু করব।’ ‘হাউসফুল ৪’ মুক্তি পেয়েছিল ২৫ অক্টোবর ২০১৯–এ। প্রায় পাঁচ বছর পর এবার আসছে পঞ্চম কিস্তি; অর্থাৎ ‘হাউসফুল ৫’। সিনেমায় একসঙ্গে দেখা যাবে বলিউডের অনেক বড় তারকাকে। অক্ষয় কুমারের সঙ্গে আছেন অভিষেক বচ্চন, ফরদিন খান, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফকরি প্রমুখ। তরুণ মনসুখানি পরিচালিত ছবিটি ৬ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সিনেমার ট্রেলার প্রকাশ হতেই বিতর্কের মুখে পড়ে সিনেমা ‘ইমারজেন্সি’। আর এ বিতর্কের জেরেই ছবিটি আটকে যায়। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ২১ মাসের জরুরি অবস্থা জারি করা ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ওপর ভিত্তি করে সিনেমার গল্প। নির্মাতা কঙ্গনা রনৌত। সিনেমাটি পরিচালনার পাশাপাশি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া অনুপম খের, প্রয়াত সতীশ কৌশিক প্রমুখ রয়েছেন সিনেমাটিতে। ১৭ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

সিনেমার দৃশ্যে ভিকি কৌশল। আইএমডিবি

‘ছাবা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৪ সালের ৬ ডিসেম্বর। কিন্তু হঠাৎ মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। সিনেমাটির গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে। দীনেশ বিজন প্রযোজিত এবং লক্ষ্মণ উতেকার পরিচালিত এ সিনেমায় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে অভিনয় করতে দেখা যাবে। এ ছাড়া আছেন আশুতোষ রানা ও দিব্যা দত্ত এ সিনেমায়। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পাবে ‘ছাবা’।

অজয় দেবগন অভিনীত সিনেমা ‘রেইড’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। বক্স অফিসে বেশ ভালোই সাড়া পেয়েছিল সিনেমাটি। অজয় দেবগন ছাড়াও ইলিয়ানা ডি’ক্রুজ, সৌরভ শুক্লা প্রমুখকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। ইনকাম ট্যাক্স কর্মকর্তা অময় পট্টনায়কের গল্প নিয়ে ছিল ‘রেইড’-এর গল্প। অময়ের চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগন। ছয় বছর পর আসছে ‘রেইড’-এর সিকুয়েল ‘রেইড ২’। পরিচালক রাজকুমার গুপ্ত। সিনেমাটি ১ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘ওয়ার’ সিনেমার শুরুতে দেখা যায় ভারতীয় সেনাসদস্য কবীর এক আন্তর্জাতিক দুষ্কৃতকারীকে ধরার জন্য বিশেষ মিশনে যান। তাঁর সফরসঙ্গী খলিদ। কেবল সফরসঙ্গী–বা বলছি কেন? খালিদ কবীরের শিষ্য। দেখা যায়, কবীরের হাতেই মরতে হয় খালিদের বাবাকে। সে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল।

হৃতিক রোশন
ছবি:ফেসবুক

বিশ্বাসঘাতকের ছেলে, এই ধারণা‍য় সেনা অফিসাররা যখন খালিদকে ‘র’-তে নিতে অস্বীকার করে, তখন ঢাল হয়ে দাঁড়ান কবীর। হাতে ধরে প্রশিক্ষণ দেন খালিদকে। এভাবেই গল্পের অন্তরালের গল্প নিয়ে এগোয় সিনেমা ‘ওয়ার’। কবীর চরিত্রে হৃতিক রোশন ও খালিদ চরিত্রে টাইগার শ্রফ অভিনয় করেছিলেন। ২০১৯-এর এই সিনেমার দ্বিতীয় কিস্তি আসতে চলেছে। ভারতের স্বাধীনতা দিবসে ‘ওয়ার ২’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ‘সিকান্দার’ নিয়ে বড় পর্দায় ফেরার কথার রয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই বরাবরের মতো প্রশংসায় ভাসছেন ‘ভাইজান’। এ আর মুরুগাদস পরিচালিত এই সিনেমায় ভাইজানের বিপরীতে দেখা যাবে রাশমিকা মন্দানাকে। পবিত্র ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
মুক্তির তালিকায় আছে ‘লাহোর ১৯৪৭’। ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমি নিয়ে এই সিনেমার প্রযোজক আমির খান। পরিচালক রাজকুমার সন্তোষী। সানি দেওলের বিপরীতে এই সিনেমায় দেখা যাবে প্রীতি জিনতাকে। সিনেমাটি এ বছরের আগস্টে মুক্তি পেতে পারে।

বছরের শেষে; অর্থাৎ ডিসেম্বরে আসছে ‘আলফা’। ২৫ ডিসেম্বর বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। শিব রাওয়েল পরিচালিত এই সিনেমায় গুপ্তচারের ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাট ও শর্বরী ওয়াগকে। খল চরিত্রে রয়েছেন ববি দেওল।

আরও পড়ুন