২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বাবার সঙ্গে অভিনয় প্রসঙ্গে যা বললেন দুলকার

মামুট্টি ও দুলকার সালমানের সম্পর্ক যে বাবা-ছেলের, সে কথা এখন প্রায় সবার জানা
ছবি : সংগৃহীত

মালয়ালম সিনেমার কিংবদন্তি অভিনেতা মামুট্টি ও হালের জনপ্রিয় অভিনেতা দুলকার সালমানের সম্পর্ক যে বাবা-ছেলে, সে কথা এখন প্রায় সবার জানা। যদিও দুলকারের ক্যারিয়ার শুরুর পরও মামুট্টি যে তাঁর বাবা, সেটা খোদ সিনেমা পাড়ার অনেকেই জানতেন না। এর বড় কারণ, মামুট্টি নিজেই নিজের সন্তানকে আড়াল করতে চেয়েছেন। এ জন্য কেরালার মানুষ হলেও দুলকারকে পড়তে পাঠিয়েছেন তামিলনাড়ুতে। কে কার ছেলে, সেটা জানাজানি হওয়ার পরও দুলকারের সম্পর্কে কথা বলতেন না মামুট্টি। দুলকার সালমানকে নিয়ে প্রশ্ন করা হলেই সাফ বলে দেন, ‘আমি অন্য অভিনেতাদের নিয়ে মন্তব্য করি না।’

ছোটবেলায় বাবা–মার সঙ্গে দুলকার
ছবি : সংগৃহীত

তবে বাবাকে নিয়ে কথা বলেন সালমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর কাছে জানতে চাওয়া হয় সেই বহুল চর্চিত প্রশ্ন, বাবার সঙ্গে একসিনেমায় কবে দেখা যাবে তাঁকে? এ প্রসঙ্গে কথা বলেছেন সালমান। কয়েক দিন আগে তিনি তাঁর নতুন ছবি ‘সীতা রমন’-এর ট্রেলার মুক্তি উপলক্ষে চেন্নাইতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। বাবার সঙ্গে অভিনয় নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে দুলকার বল ঠেলে দিলেন বাবার কোর্টে, ‘উদ্যোগটা আসতে হবে বাবার কাছ থেকে, আমরা দুজন একসঙ্গে ছবি করব কি না। আমি সব সময়ই তাঁর সঙ্গে সিনেমা করার জন্য তৈরি, সেটা যে ভাষায়ই হোক। আমি যে তাঁর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি, এটা এর মধ্যেই তাঁকে জানিয়েছি।’

দুলকার সালমান
ছবি : সংগৃহীত

সালমানের নতুন ছবি ‘সীতা রমন’-এর ট্রেলার তেলেগুর পাশাপাশি মুক্তি পেয়েছে তামিল ভাষায়ও। ১৯৬০ দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে অভিনেতাকে দেখা যাবে ভারতীয় সেনা অফিসারের ভূমিকায়। কাশ্মীরের পটভূমিতে নির্মিত ছবিটি তামিল, তেলেগু, মালয়ালম ছাড়া কন্নড় ভাষায়ও মুক্তি পাবে।

‘সীতা রমন’-এ দুলকার সালমানের সঙ্গে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা ও ম্রুনাল ঠাকুর
ছবি : সংগৃহীত

৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটিতে দুলকার সালমানের সঙ্গে আরও অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর ও রাশমিকা মান্দানা। এই সিনেমার মাধ্যমেই তেলেগুতে অভিষেক হচ্ছে বলিউড অভিনেত্রী ম্রুনালের।