এবার তারার কাঁধেই দায়িত্ব

তারা সুতারিয়া
ইনস্টাগ্রাম থেকে

পাঁচ বছরের হিন্দি সিনেমার ক্যারিয়ারে মনে রাখার মতো তেমন কিছু করতে পারেননি তারা সুতারিয়া। ছবিতে, গানে গ্ল্যামারাস উপস্থিতির জন্য যেমন আলোচিত হয়েছেন, তেমনই আবার অনেক ছবি পছন্দ করার জন্য সমালোচিতও হয়েছেন। তরুণ এই নায়িকার কাঁধে এবার গুরুদায়িত্ব—এই প্রথম একটি সিনেমায় তাঁকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে। তারার বিশ্বাস, ‘অপূর্ব’ নামের এই সিনেমা তাঁর ক্যারিয়ারে নতুন গতি নিয়ে আসবে।

আরও পড়ুন

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ছবি নিয়ে বিশদে কথা বলেছেন তারা, ‘ছবিটিতে আমি প্রধান চরিত্রে অভিনয় করেছি, অভিনব একটা গল্প। এখানে নিজের সহজাত প্রবৃত্তির ওপর নির্ভর করে এক তরুণীর বেঁচে থাকার গল্প দেখানো হয়েছে। এটি এমন একটি চিত্রনাট্য, যার সঙ্গে নারীরা নিজেদের মেলাতে পারবেন।’

টানা দুই মাস ধরে ভারতের রাজস্থানে হয়েছে ছবিটির শুটিং। এই দুই মাসের প্রতিটি দিনই তারাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে।

তারা সুতারিয়া
ইনস্টাগ্রাম থেকে

এটা তাঁর শারীরিক ও মানসিক সক্ষমতারও কঠিন পরীক্ষা নিয়েছে বলে জানান তারা, ‘প্রচণ্ড গরমে মরুভূমিতে শুটিং করা কী যে কঠিন! পরিস্থিতি সব সময় আপনার পরীক্ষা নেবে। শুটিং করা চ্যালেঞ্জিং হলেও ছবিটি শেষ করতে পেরে আমি খুব খুশি। এটি এখন পর্যন্ত করা আমার সেরা সিনেমা। শিগগিরই এটার টিজার আসবে। তখন ছবিটি সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পারবেন দর্শক।’

হিন্দি সিনেমার দুনিয়ায় তারার পথচলা সহজ ছিল না। বিশেষ করে খারাপ মুহূর্তগুলো সামলানো তাঁর জন্য ছিল বড় এক চ্যালেঞ্জ।

তারা সুতারিয়া
ইনস্টাগ্রাম থেকে

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুবই সংবেদশীল, ফলে অনেক কিছুই সহজভাবে নিতে পারি না। যখন কোনো কাজ সেভাবে বাহ্বা পায় না, মন ভেঙে যায়। তবে এসবের সঙ্গে লড়াই করে অনেক কিছু শিখেছি। আগে যেমন চিত্রনাট্য পছন্দের ক্ষেত্রে নিজের মন যা বলত, তা–ই করতাম। কিন্তু এখন সহজাত প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিয়েছি।’

সাক্ষাৎকারে মঞ্চ নিয়েও কথা বলেন তারা। মাত্র সাত বছর বয়সে প্রথমবার মঞ্চে অভিনয় করেন তিনি। মঞ্চের প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে বলেন, ‘দর্শকের মুখোমুখি অভিনয়, গান; সরাসরি প্রতিক্রিয়া—থিয়েটারের চেয়ে বড় কিছু হয় না। আমি তো সময় পেলেই পৃথ্বী থিয়েটারে চলে যাই, নাটক দেখি। এমন নাটকও আছে, যা আমি ১০-১২ বার দেখেছি।’

তারা সুতারিয়া
ইনস্টাগ্রাম থেকে