৫০০ কোটি বাজেটের ছবির বিরুদ্ধে পোস্টার নকলের অভিযোগ
কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল তারকাবহুল ছবি ‘আদিপুরুষ’-এর প্রথম টিজার ও ফার্স্ট লুক পোস্টার। প্রায় ৫০০ কোটি রুপি বাজেটের ছবিটির টিজার প্রকাশের পরই ভিএফএক্স নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। এবার এল পোস্টার নকল করার অভিযোগ। ছবিটির নির্মাতাদের বিরুদ্ধে পোস্টার নকল করার অভিযোগ এনেছে একটি অ্যানিমেশন স্টুডিও।
ভানর সেনা স্টুডিওজ নামে অ্যানিমেশন সংস্থাটি সামাজিক ইনস্টাগ্রামে একটা স্টোরি শেয়ার করেছে। সেখানে ‘আদিপুরুষ’ ও ‘লর্ড শিবা’ ছবি দুটোর পোস্টার পাশাপাশি দেওয়া। নিচে তারা লিখেছে, মনে হয়, ‘লর্ড শিবা’র ফার্স্ট লুক পোস্টার থেকে অনুপ্রাণিত হয়ে ‘আদিপুরুষ’-এর নির্মাতারা তাঁদের পোস্টার তৈরি করেছেন। এরপর ছবিটির প্রযোজনা সংস্থাকে কটাক্ষ করে অ্যানিমেশন সংস্থাটি লিখেছে, ‘টি–সিরিজের জন্য এটা খুবই লজ্জার বিষয়। তাদের উচিত ছিল, শিল্পকর্মটির আসল মালিক ভানর সেনা স্টুডিওজের নাম উল্লেখ করা।’
এর আগে ‘আদিপুরুষ’-এর টিজার দেখে অসন্তোষ প্রকাশ করেছেন নেটিজেনরা। ১ মিনিট ৪৬ সেকেন্ডের এই টিজার দেখে অধিকাংশই প্রশ্ন তুলেছে সিনেমাটির ভিএফএক্সের কাজ নিয়ে। এ ছাড়া অনেকের অভিযোগ, ‘আদিপুরুষ’-এর বেশ কয়েকটি দৃশ্য নাকি ‘গেম অব থ্রোনস’, ‘ভাইকিংস’, ‘লর্ড অব দ্য রিংস’, এমনকি মোবাইল গেম টেম্পল রান থেকে নেওয়া। যদিও এসব অভিযোগ নিয়ে প্রযোজনা সংস্থা ও ছবিসংশ্লিষ্ট কেউ এখনো মন্তব্য করেনি।
‘আদিপুরুষ’ নিয়ে বিতর্কের এখানেই শেষ নয়। ছবিটি নিষিদ্ধের দাবি জানিয়েছেন অযোধ্যা রামমন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্রনাথ দাস। সতেন্দ্রনাথ বলেন, ছবিতে রাম, হনুমান ও রাবণকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। মহাকাব্যে রাম ও হনুমানকে যেভাবে বর্ণনা করা হয়েছে, সিনেমায় সেভাবে চিত্রিত করা হয়নি। বিশেষ করে রাবণের সাজ দেখে মনে হচ্ছে না ‘আদিপুরুষ’ পুরানের ওপর ভিত্তি করে তৈরি। সাজপোশাক দেখে মনে হচ্ছে সেটি মোগল আমলের গল্প। এই বিকৃতি তাঁদের মর্যাদা লঙ্ঘন করেছে। তাই অবিলম্বে সিনেমাটি নিষিদ্ধ করা হোক। এ ছাড়া বিশ্ব হিন্দু পরিষদ বলেছে, ছবিটি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। তারাও ছবিটি নিষিদ্ধের দাবি জানিয়েছে।
ওম রাউত পরিচালিত ছবিতে ‘রামচন্দ্র’–এর ভূমিকায় প্রভাস, ‘সীতা’ চরিত্রে কৃতি স্যানন ও ‘রাবণ’-এর চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান। ‘আদিপুরুষ’ মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত পৌরাণিক সিনেমা। টি–সিরিজের প্রযোজনায় সিনেমাটি তিন ভাগে মুক্তি দেওয়া হবে। আগামী বছর ১২ জানুয়ারি হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় প্রেক্ষাগৃহে সিনেমার প্রথম অংশ মুক্তি পাবে।