মেয়েকে নিয়ে প্রথমবার প্রকাশ্যে দীপিকা
মা হওয়ার পর সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি দীপিকা পাড়ুকোনকে। গত মাসে তাঁর অভিনীত সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’-এর প্রচারেও ছিলেন না অভিনেত্রী। তবে আড়াল ভাঙেন দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট দিয়ে। দিন দুই আগে বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টে হাজির হয়ে চমকে দিয়েছিলেন ভক্তদের। এবার তাঁকে দেখা গেল কন্যা দুয়ার সঙ্গে।
গত ৮ সেপ্টেম্বর মা হয়েছেন দীপিকা। তার পর থেকে আড়ালে মা-মেয়ে। দীপাবলিতে কন্যা দুয়ার নূপুর পরা একজোড়া পায়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।
অবশেষে শিশুসন্তানকে কোলে নিয়ে বেরোলেন মা দীপিকা। সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করলেন ছবিশিকারিরা।
দীপিকা ও দুয়াকে পাওয়া যায় মুম্বাই বিমানবন্দরের বাইরে। দিলজিতের কনসার্ট শেষে বেঙ্গালুরু থেকে মুম্বাই ফিরেছেন তিনি।
সন্তানকে কোলে নিয়ে মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন। তবে কন্যার মুখ কোনোভাবেই দেখতে দিলেন না।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, তাঁদের সংসারে আসছে নতুন সদস্য। এরপরে মে মাসে ভোটদান পর্বে স্ফীতোদর নিয়ে প্রকাশ্যে এসেছিলেন অভিনেত্রী।