ফ্যাশন মঞ্চে ‘রোমান হলিউডে’ কিংবা সাদা-কালোয় রঙিন কারিশমা

ল্যাকমের মঞ্চে কারিশমা কাপুরএএনআই

মায়ানগরী মুম্বাইতে জমে উঠছে ‘ল্যাকমে ফ্যাশন উইক ২০২৫’-এর আসর। দেশি-বিদেশি ফ্যাশনপ্রেমীদের ভিড়, নামী-অনামী ডিজাইনারদের পসরা, নতুন কাপড়ের গন্ধ, তারকাদের দ্যুতি, মডেলদের র‍্যাম্পওয়াক—সব মিলিয়ে জমজমাট এবারের ল্যাকমে। গতকাল শুক্রবার ল্যাকমের দ্বিতীয় দিনে নজর কেড়েছিল ডিজাইনার সত্যপলের রংবাহারি আয়োজন। তবে আজ শনিবার নজর কেড়েছে মুহাম্মদ মাজহারের অভিনব এক উপস্থাপন। তবে এবার আশির দশকের বলিউড নায়িকাদের দ্যুতিতে ল্যাকমের প্রাঙ্গণ ঝলমলে ছিল।

গতকাল ল্যাকমের র‍্যাম্পে ঝড় তুলেছিলেন কারিশমা কাপুর, আজ আবার শিল্পা শেঠি, মালাইকা অরোরার দখলে ছিল র‍্যাম্প।
ডিজাইনার সত্যপল মানেই ফ্যাশনের নতুন দিশা। এবারও ল্যাকমের মঞ্চে তিনি এনেছিলেন ট্রেন্ডি পোশাকের বৈচিত্র্য। তাঁর ক্যানভাসে আধিপত্য ছিল গেরুয়া, হলুদ, লাল, নীল রং।

মালাইকা অরোরা
এএনআই

ক্রেপ, সাটিন, অরগাঞ্জা, শিফনের শাড়ি, কর্ড-সেট, কর্ড-সেটের সঙ্গে জ্যাকেট, গাউনসহ আরও বৈচিত্র্য ছিল এই আয়োজনে। সত্যপলের ‘রোমান হলিউডে’ শীর্ষক আয়োজন ল্যাকমের মঞ্চে নিয়ে এসেছিল ছুটির মেজাজ। খ্যাতনামা এই ডিজাইনারের সাদা-কালো মনোক্রম বেল্টেড শাড়িতে র‍্যাম্পকে উজ্জ্বল করেছিলেন কারিশমা কাপুর। গতকাল রাতে খাদি এনেছিল গ্রীষ্মের আরামদায়ক পোশাকের নানান কালেকশন। খাদি ইন্ডিয়ার সম্ভারে ছিল হাতে বোনা সুতির গাউন, ওয়ান-পিস, লং এবং শর্ট জ্যাকেট, ফরমাল ট্রাউজার-শার্ট, স্কার্ট-টপ।

ল্যাকমের তৃতীয় দিন আজ নজর কেড়েছে ডিজাইনার মুহাম্মদ মাজহারের অনন্য প্রদর্শন। উত্তর প্রদেশের শাহারানপুরের মানুষের জীবন কাঠকে ঘিরে। এই শহরে মাজহারের বেড়ে ওঠা। তাই তিনি তাঁর আয়োজনের নাম রেখেছেন ‘উডেন সিটি’। মাজহার নিজের শহরের কাহিনি তুলে ধরেছিলেন তাঁর এই আয়োজনে। তাঁর এই শোর শোস্টপার ছিলেন অভিনেত্রী শিল্পা শেঠি।

শিল্পা শেঠি
এএনআই

শিল্পার পরনে ছিল সাদা-কালো শাড়ির ওপর কালো কাঠের জ্যাকেট। রাশিয়ান ডিজাইনার জা-জার কালেকশন মিঠুন চক্রবর্তী দ্বারা অনুপ্রাণিত। সম্প্রতি জা-জা মস্কো ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছিলেন। রাশিয়ান এই ডিজাইনেরর প্রদর্শনে উঠে এসেছিল আশির দশকের বলিউড ফ্যাশন। তিনি জানান যে ছোটবেলা থেকে বলিউড, বিশেষ করে মিঠুন চক্রবর্তী তাঁকে প্রভাবিত করে এসেছেন। আজকের রাতে মালাইকা অরোরা, কুব্রা সেটকে র‍্যাম্পে আলোকিত করতে দেখা যাবে।