২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘পাঠান’ নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদি, বিজেপির কর্মীদের যে নির্দেশ দিলেন

‘পাঠান’–এ শার্টখোলা লুকে শাহরুখ
ছবি: ফেসবুক

চার বছর পর হিন্দি সিনেমার দুনিয়ায় শাহরুখ খানের ফেরার যাত্রা শুরু হয় বিতর্ক দিয়ে। তাঁর নতুন সিনেমা ‘পাঠান’-এর গান ‘বেশরম রং’ মুক্তির পর থেকেই বিতর্কের শুরু। কেউ গানটিকে ‘অশ্লীল’ আখ্যা দিয়েছেন, কেউ আবার গানে দীপিকা পাড়ুকোন গেরুয়া রঙের বিকিনি পরায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলেছেন। বিতর্ক এতটাই জোরালো রূপ নেয় যে ভারতে শাহরুখের কুশপুত্তলিকা দাহ করা হয়, ডাক দেওয়া হয় ছবিটি বর্জনের। তবে শেষ পর্যন্ত ২৫ জানুয়ারি সিনেমাটির মুক্তির দিন ঠিক হয়েছে। তাঁর আগে ‘পাঠান’ নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে খবরটি জানিয়েছে হিন্দুস্তান টাইমস

‘পাঠান’ ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে
ছবি : সংগৃহীত

ভারতীয় জনতা পার্টির নির্বাহী কমিটির সভা চলছে। সেই সভার দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেন ‘পাঠান’ নিয়ে। ছবিটি নিয়ে দলের নেতা–কর্মীদের অহেতুক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন তিনি।

আরও পড়ুন

‘পাঠান’-এর গান ‘বেশরম রং’ মুক্তির পর যাঁরা প্রতিবাদের সরব হয়েছিলেন, তাঁদের অনেকেই বিজেপি নেতা। তাঁদের মধ্যে আছেন নরোত্তম মিশ্র, রাম কাদাম প্রমুখ।
তাঁর দাবিমতে ‘সংশোধন’ না করে ‘পাঠান’-এর মুক্তি বন্ধ করে দেবেন বলে হুমকি দেন নরোত্তম মিশ্র। বিজেপির এমএলএ রাম কম বলেন, ‘বেশরম রং’ গানটিতে হিন্দি ধর্মের অবমাননা করা হয়েছে।

আরও পড়ুন

ব্যাপক প্রতিবাদের পর প্রথমবার ছবিটিকে ছাড়পত্র দিতে অস্বীকার করে ভারতীয় সেন্সর বোর্ড। পরে দশ দফা কর্তন সাপেক্ষে সেন্সর পায় ছবিটি।

১০ জানুয়ারি ট্রেলার মুক্তির পর অবশ্য ‘পাঠান’ নিয়ে সমালোচনা অনেকটাই কমে যায়। ধুন্ধুমার অ্যাকশনে ভরা ট্রেলারটি দর্শকেরা দারুণ পছন্দ করেন। এ পর্যন্ত ট্রেলারটির ইউটিউব ভিউ প্রায় পাঁচ কোটি।

আরও পড়ুন