অল্প বয়সে ভুল, মনীষার আফসোস
১৯৯১ সালে ‘সওদাগর’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন মনীষা কৈরালা। এরপর একের পর এক উপহার দিয়ে গেছেন সুপারহিট সব ছবি। গ্ল্যামার ও অভিনয়ের কল্যাণে গড়ে তোলেন আলাদা এক দর্শকশ্রেণি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের ভুলভ্রান্তির কথা অকপটে স্বীকার করে নিয়েছেন মনীষা।
ক্যারিয়ারে বেশ কিছু ভুল করেছি, তা আমি স্বীকার করে নিচ্ছি। এ কারণে আমার আফসোসও আছে। কিন্তু আমার মনে হয় না যে বড় রকমের ভুল করেছি। আমি বলতে চাই যে জীবনে কোনো ভুল করে থাকলে নিজের কারণেই করেছি।
পিংকভিলাকে দেওয়া ওই সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, চরম খ্যাতির সময় তাঁর জীবনে কতটা পরিবর্তন এসেছিল? জবাবে মনীষা বলেছেন, ‘মনে হয়, ওই সময়ে আমি কিছুটা বদলে গিয়েছিলাম। কিছুটা অহংকারী হয়ে গিয়েছিলাম তখন। কম পরিশ্রম করে যখন বেশি সফলতা পাওয়া যায়, তখন বোধ হয় মানুষের মাথাটা একটু ঘুরে যায়। আমারও তা–ই হয়েছিল। আর ওই সময়ে আমি অতটা পরিণত ছিলাম না। বয়সও ছিল অল্প। আর তাই তখন আপনি দুনিয়া বা নিজের জীবনের ব্যাপারে বেশি কিছু বুঝতে পারেন না।’
মনীষার ভাষ্যে, ‘আসলে নামযশ মানুষকে একটু অহংকারী করে তোলে। তখন মনে হয়, পুরো দুনিয়াই আপনাকে কেন্দ্র করে ঘুরছে।
আমার তখন মনে হয়েছিল, পুরো বিশ্বের কেন্দ্রে আমি অবস্থান করছি। কিন্তু বাস্তবে আমি এ রকমটা নই। সময়ের সঙ্গে সঙ্গে আপনি যত পাকাপোক্ত হন, জীবনের পথ বেয়ে এগিয়ে চলেন, জীবন ও দুনিয়া সম্পর্কে আসল উপলব্ধি হয়।’
মনীষা নিজের জীবন সম্পর্কে বলেন, ‘ক্যারিয়ারে বেশ কিছু ভুল করেছি, তা আমি স্বীকার করে নিচ্ছি। এ কারণে আমার আফসোসও আছে। কিন্তু আমার মনে হয় না যে বড় রকমের ভুল করেছি। আমি বলতে চাই যে জীবনে কোনো ভুল করে থাকলে নিজের কারণেই করেছি। হতে পারে এর কারণে আমি কারও মনে আঘাত দিয়েছি বা কাউকে কষ্ট দিয়েছি।’
মনীষা জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে অভিনয়ের কিছুই তিনি বুঝতেন না। বিধু বিনোদ চোপড়ার ‘১৯৪২ আ লাভ স্টোরি’ ছবির শুটিংয়ের সূত্রে অভিনয়ে নিজেকে সমৃদ্ধ করেছেন।
মনীষা বলেন, ‘আমি কারও কাছে অভিনয় শিখিনি। “১৯৪২ আ লাভ স্টোরি” করার সময় বুঝতে পারি যে ভালো অভিনয় করতে গেলে প্রচুর পরিশ্রম করা প্রয়োজন। এই ছবির জন্য প্রচুর পরিশ্রম করেছিলাম। ভালো ভালো অভিনেতার কাজ দেখা শুরু করলাম। শিখতে লাগলাম কীভাবে ভালো অভিনয় করতে হয়।’
২০২৪ সালে মনীষাকে শেষ ওটিটির পর্দায় দেখা গেছে। নেটফ্লিক্সে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সিরিজে দুর্দান্ত অভিনয় করে আবার আলোচনায় এসেছিলেন অভিনেত্রী। এবার এর দ্বিতীয় সিজনে তাঁকে দেখা যাবে। শিগগিরই ‘হীরামান্ডি ২’-এর শুটিং শুরু করবেন তিনি।