৩১ বছর পর

গতকাল রোববার ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৮’-এর মুকুট জেতেন অভিনেতা করণবীর মেহরা। পুরস্কার হিসেবে এদিন ৫০ লাখ রুপি নগদ পুরস্কারের সঙ্গে সোনার ট্রফি জেতেন তিনি। তবে সবকিছু ছাপিয়ে এদিন ফাইনালের বড় আকর্ষণ ছিল বলিউড অভিনেতা আমির খানের উপস্থিতি। প্রথমবারের মতো এ অনুষ্ঠানে এসেছিলেন আমির। আর সেখানেই অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা সালমান খানের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে ফিরিয়ে আনেন নব্বইয়ের নস্টালজিক মুহূর্ত।

ছেলে জুনাইদ খানের সিনেমা ‘লাভইয়াপা’র প্রচারে মঞ্চে এসেছিলেন আমির খান। তবে শুধু আমির নন, সিনেমার প্রচারে এসেছিলেন জুনাইদ এবং খুশি কাপুরও। সালমান ও আমিরকে এক মঞ্চে দেখে নস্টালজিয়ায় ভাসলেন দর্শকেরা।

১৯৯৪ সালে মুক্তি পায় আমির ও সালমান অভিনীত সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’। ছবিতে আরও অভিনয় করেছিলেন রাভিনা ট্যান্ডন ও কারিশমা কাপুর। সেই রোমান্টিক কমেডি সিনেমা আজও রয়েছে দর্শকের পছন্দের তালিকায়। ৩১ বছর পর আরও একবার এক মঞ্চে আমির ও সালমান ফিরিয়ে আনলেন সিনেমার একটি আইকনিক মুহূর্ত।

‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার একটি দৃশ্যে বাইকে চেপে গান গাইতে দেখা গিয়েছিল সালমান খান ও আমির খানকে। এত বছর পর আরও একবার বিগ বসের মঞ্চে সেই দৃশ্যই দেখলেন দর্শকেরা। এদিন সালমান খানের বাইকে চড়েন আমির। আর ব্যাকগ্রাউন্ডে তখন বাজছিল এই সিনেমার জনপ্রিয় গান ‘দো মাস্তানে চলে জিন্দেগি বনে’।

আরও পড়ুন

উল্লেখ্য, ‘লাভইয়াপা’ পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। এজিএস এন্টারটেইনমেন্টের সহযোগিতায় ফ্যান্টম স্টুডিও প্রযোজিত এই সিনেমায় জুনাইদ ও খুশির সঙ্গে দেখা যাবে আশুতোষ রানাকে।