রজনী-ঝড়ে ১০০ কোটি পার করল এই দক্ষিণি ছবি
রজনীকান্তের ছবিতে কেবল তিনি থাকেন, আর কিছু থাকে না—প্রচলিত এই ভুল প্রমাণ করে কয়েক বছর ধরে গল্পনির্ভর ছবিতে দেখা যাচ্ছে তামিল সিনেমার এই মহাতারকাকে। কেবল অ্যাকশননির্ভর না হয়ে গল্পনির্ভর হওয়ার কারণে প্রশংসিত হচ্ছে রজনীকান্তের নতুন সিনেমা ‘ভেটাইয়ান’ও। সমালোচক প্রশংসার সঙ্গে বক্স অফিসেও বাজিমাত করে যাচ্ছে ছবিটি।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুসারে, গত বৃহস্পতিবার মুক্তির পর ছবিটি ১০০ কোটি রুপি আয় পার করেছে। প্রথম চার দিনে টি জে জ্ঞানভেল পরিচালিত ছবিটির আয় ১০৪ কোটি ৮ লাখ রুপি।
এ ছবিতে রজনীকান্তসুলভ মসলা কিছুটা কম থাকায় ব্যবসা কম হয়েছে। এতে অনেক রজনীভক্ত হতাশ হলেও সমালোচকেরা খুশি। ৭৩ বছর বয়সে এসে নিজের ১৭০তম সিনেমায় এই তারকা নিজেকে যেভাবে ভাঙছেন, সেটার তারিফ করেছেন তাঁরা।
এ সিনেমায় মূলত নির্মাতা টি জে জ্ঞানভেল পুলিশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বার্তা দিতে চেয়েছেন।
রজনীকান্ত ছাড়াও এ ছবিতে তারকার সমাবেশ ঘটিয়েছেন নির্মাতা। তিনি ছাড়ও এতে আছেন অমিতাভ বচ্চন, ফাহাদ ফাসিল, রানা দুগ্গাবতি, মঞ্জু ওয়ারিয়রের মতো তারকারা।
৩০০ কোটি রুপি বাজেটের ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে রজনীকান্তকে। তামিলনাড়ু ছাড়াও ছবিটির শুটিং হয়েছে ভারতের কেরালা, মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশে।