গ্রেপ্তার করা যাবে না, আদালতের রায়ে স্বস্তিতে রণবীর
বিতর্কের মধ্যেই সাময়িক স্বস্তিতে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। গতকাল মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, ‘সঙ্গম’ বিতর্কে রণবীরের মন্তব্যের জন্য তাঁকে এখনই গ্রেপ্তার করা যাবে না। খবর হিন্দুস্তান টাইমসের।
নিজের নিরাপত্তার কথা জানিয়ে ভারতের শীর্ষ আদালতের দ্বারস্থ হন রণবীর। তাঁর আইনজীবী অভিনব চন্দ্রচূড় আদালতে জানান, দেশের একাধিক রাজ্যে রণবীরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি তাঁর মক্কেলকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে বিচারপতি সূর্যকান্ত ও এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ জানিয়ে দেন, ভবিষ্যতে এ ঘটনায় রণবীরের বিরুদ্ধে আর কোনো অভিযোগ গ্রহণ করা যাবে না। একই সঙ্গে পুলিশি নিরাপত্তার জন্য রণবীর মহারাষ্ট্র বা আসাম পুলিশের দ্বারস্থ হতে পারেন বলেও নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল আদালত রণবীরকে পুলিশি তদন্তে সাহায্য করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ইউটিবারের এ মুহূর্তে দেশের বাইরে যাওয়ার স্বাধীনতাও খর্ব করা হয়েছে।
তাঁর পাসপোর্ট আপাতত পুলিশের কাছে জমা রাখতে হবে। একই সঙ্গে আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া কোনো রকম শোয়ে যোগ দিতে পারবেন না রণবীর ও তাঁর সহকর্মীরা।
একই সঙ্গে অনলাইন শোয়ের ক্ষেত্রে নিয়মকানুন তৈরির বিষয়ে আগামী দিনে কেন্দ্রের সঙ্গে পরামর্শ করবেন আদালত।
এর আগে সময় রায়নার ইউটিউব শোয়ে বিতর্কিত মন্তব্যের পর রণবীরের বিরুদ্ধে ভারতের একাধিক রাজ্যের পুলিশের কাছে অভিযোগ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীর পড়েন প্রবল সমালোচনার মুখে।