আমরা এখন ‘মরিয়মের বাবা’, ‘মরিয়মের মা’: বিবাহবার্ষিকীতে দুলকার সালমান

দুলকার সালমান ও আমাল সুফিয়া। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

‘একে অন্যকে স্বামী-স্ত্রী বলার চেয়ে “মরিয়মের বাবা” আর “মরিয়মের মা” বলে আসছি তা–ও অনেক দিন।’ এভাবেই লেখাটা শুরু করেছেন দুলকার সালমান। বাংলাদেশেও আলোচিত এই দক্ষিণি তারকার ভক্ত-অনুসারীর অভাব নেই।

দুলকার সালমান ও আমাল সুফিয়া। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

আজ ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে মূলত বিবাহবার্ষিকী উপলক্ষে নিজের আবেগ প্রকাশ করেছেন অভিনেতা।

আজ দুলকার সালমান ও আমাল সুফিয়ার ১৩তম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে দুলকারের লেখা আবেগময় পোস্টটি ছুঁয়ে গেছে তাঁর ভক্ত-অনুসারীদের।

দুলকার সালমান ও আমাল সুফিয়া। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

অভিনেতা লিখেছেন, ‘বাস্তবে আমি নতুন পথে চলতে পছন্দ করি, যেখানে চমক থাকবে; থাকবে উত্থান-পতনও। কখনো স্পিডব্রেকার ও গর্ত। কিন্তু যা–ই হোক, যতক্ষণ তোমার হাত ধরে আছি, মনে হয় আমরা যেকোনো গন্তব্য পৌঁছাতে পারি।’

ভক্ত-অনুসারী থেকে শুরু করে অনেক তারকা দুলকার ও সুফিয়ার বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন।

দুলকার সালমান ও আমাল সুফিয়া। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

তারকাদের মধ্যে রয়েছেন অদিতি রাও হায়দারি, টোভিনো থমাসসহ অনেকেই।

সিনেমায় চলতি বছরটা দারুণ কাটিয়েছেন দুলকার। তাঁর অভিনীত তেলেগু সিনেমা ‘লাকি ভাস্কর’ ব্যাপক সাফল্য পেয়েছে।

দুলকার সালমান ও আমাল সুফিয়া। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

ভেঙ্কি অতুল পরিচালিত সিনেমাটি বক্স অফিসে ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করে। ওটিটিতে মুক্তির পর ছবিটি বাংলাদেশেও ব্যাপক আলোচিত হয়।

আরও পড়ুন
স্ত্রী ও সন্তানসহ এ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দুলকার