বক্স অফিসে রাজত্ব করছে তিন ‘বহিরাগত’কে নিয়ে নির্মিত এই তেলেগু ছবি
দুলকার সালমান মালয়ালম অভিনেতা। এই সিনেমা দিয়ে দ্বিতীয়বার তেলেগুতে অভিনয় করলেন তিনি। অন্যদিকে ম্রুণাল ঠাকুরের জন্ম মহারাষ্ট্রে। এখন পর্যন্ত মারাঠি ও হিন্দি ছবি করলেও তেলেগুতে অভিষেক হলো এই সিনেমা দিয়েই। এ ছাড়া ছবিতে আছেন এই সময়ের আরেক জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তিনি কর্ণাটকের মেয়ে। যদিও আগে তেলেগু ছবিতে অভিনয় করেছেন তিনি। সব মিলিয়ে বলা যায়, হায়দরাবাদের বাইরের তিন ‘বহিরাগত’কে নিয়েই তেলেগু সিনেমা ‘সীতা রামাম’। ৫ আগস্ট মুক্তি পায় ছবিটি। সমালোচকদের খুব একটা প্রশংসা না পেলেও দর্শকেরা দারুণভাবে পছন্দ করেছেন হানু রাঘবাপুতি পরিচালিত ছবিটি। মুক্তির পর থেকে ৬০ কোটি রুপির বেশি আয় করেছে।
পিরিয়ড মিউজিক্যাল রোমান্টিক ড্রামা ঘরানার ছবিটি তৈরি হয়েছে ১৯৬০-এর দশকের কাশ্মীরের প্রেক্ষাপটে। দুলকার অভিনয় করেছেন কারগিল সীমান্তে কর্মরত ভারতীয় লেফটেন্যান্ট রামের চরিত্রে। সীতার চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর।
এ ছবির পর তেলেগু থেকে একের পর প্রস্তাব আসছে ম্রুণালের কাছে। অভিনেত্রী হিসেবে ‘দক্ষিণের দুয়ার’ খুলে যাওয়ার সম্ভাবনাকে ভীষণ ইতিবাচকভাবে দেখছেন ম্রুণাল। এত ভালোবাসায় সিক্ত দুলকার ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের এমন ভালোবাসায় আমি আপ্লুত। সবাইকে ধন্যবাদ।’
‘সীতা রামাম’-এর প্রশংসা করেছেন তারকারাও। ছবির ট্রেলার উন্মোচনে এসে প্রশংসা করেন প্রভাস। এ ছাড়া মুক্তির পর সিনেমা ও কলাকুশলীদের ভূয়সী প্রশংসা করেন অভিনেত্রী আনুশকা শেঠি।
২০২০ সালের জুলাই মাসে ‘সীতা রামাম’ নির্মাণের ঘোষণা আসে। শুরুতেই প্রধান চরিত্রে চুক্তিবদ্ধ হন দুলকার। শুরুতে সীতা চরিত্রে অভিনয় করার কথা ছিল পূজা হেগড়ের। কিন্তু অন্য ছবির সঙ্গে শুটিং শিডিউল সাংঘর্ষিক হওয়ায় তিনি ‘না’ করে দেন। পরে পূজার স্থলাভিষিক্ত হন ম্রুণাল। এ ছাড়া রাশমিকা অভিনীত আফরিন চরিত্রে অভিনয় করার কথা ছিল রাশি খান্নার। শেষ পর্যন্ত তাঁকেও পাওয়া যায়নি।
ভারতের কাশ্মীর ও হায়দরাবাদ ছাড়াও ‘সীতা রামাম’-এর শুটিং হয়েছে রাশিয়ায়। এরই মধ্যে ছবিটির ওটিটি স্বত্ব কিনে নিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও। শিগগিরই ওটিটিতে দেখা যাবে ছবিটি।