শাহরুখের ‘চালতে চালতে’ ছবির নায়িকা হওয়ার সুযোগ যার কারণে হারিয়েছিলেন আমিশা
বলিউড ব্লকবাস্টার হিট ‘কহো না পেয়ার হ্যায়’ (২০০০)–এর পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী আমিশা প্যাটেল। এরপরের বছর মুক্তি পায় ‘গদর’। সেটিও বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছিল। বক্স অফিসে পরপর এমন ইতিহাস তৈরি করা সিনেমার অংশ হয়েও ধীরে ধীরে বলিউড থেকে হারিয়ে যান আমিশা। এর অন্যতম কারণ ভুল সিনেমা নির্বাচন, আর এ জন্য টানা বক্স অফিস ব্যর্থতা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই উত্থান–পতনের অন্য আরও একটি কারণ সামনে আনলেন খোদ আমিশা প্যাটেল।
ক্যারিয়ারের প্রথম থেকেই শাহরুখের সঙ্গে সম্পর্ক ভালো আমিশার। অভিনেত্রী যখন ক্যারিয়ারের সেরা সময় পার করছিলেন, তখনই বলিউড বাদশাহর বিপরীতে ‘চালতে চালতে’ সিনেমায় প্রস্তাব দেওয়া হয় তাঁকে। কিন্তু আমিশার তরফ থেকে প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু ১১ বছর পর সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, এ সিনেমার ব্যাপারে কিছুই জানতেন না তিনি! অভিনেত্রীর কাছে প্রস্তাব আসার আগেই প্রস্তাবটি ফিরিয়ে দেন তাঁর ম্যানেজার।
সম্প্রতি ইউটিউব শো বিউটিবাইবিইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন আমিশা। অভিনেত্রীর কথায়, ‘সিনেমাটি মুক্তির কিছুদিন আগে শাহরুখ আমাকে ডাবিং স্টুডিওতে নিয়ে যায়। এরপর সিনেমার কিছু ফুটেজ আমাকে দেখিয়ে শাহরুখ বলে, “এ সিনেমার অংশ তোমার হওয়ার কথা ছিল”। আর আমি তা শোনামাত্রই অবাক হয়েছিলাম। আমি তখন কী বলব, তা বুঝতে পারছিলাম না। আসলে আমার ম্যানেজার আমাকে এ ব্যাপারে কিছুই জানাননি।’
সাক্ষাৎকারটিতে ক্যারিয়ারের উত্থান–পতন নিয়েও কথা বলেন আমিশা। অভিনেত্রী জানিয়েছেন, ক্যারিয়ারের কোনো সিদ্ধান্তের জন্য অনুশোচনাবোধ করেন না তিনি। অভিনেত্রীর কথায়, ‘শিডিউল জটিলতায় অনেক সিনেমার অংশ হতে পারিনি। যার কিছু বক্স অফিসে সফল, আবার কিছু ব্যর্থ। তবে এর জন্য কখনো আফসোস হয় না আমার।’
এমনিতে পর্দায় কখনো একসঙ্গে দেখা যায়নি শাহরুখ খান ও আমিশা প্যাটেলকে। তবে বলিউড বাদশাহর ‘ওম শান্তি ওম’ সিনেমায় ক্যামিয়ো করেছিলেন আমিশা। শাহরুখের সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক অভিনেত্রীর। ‘গদর ২’-এর সাফল্য উদ্যাপনের অনুষ্ঠানেও শাহরুখকে দেখামাত্রই জড়িয়ে ধরেন আমিশা। জানিয়েছিলেন, ‘জওয়ান’-এর সুবাদে শাহরুখের সাফল্যে ভীষণ খুশি তিনি।