অস্কার দৌড়ে থাকতে মরিয়া ‘আরআরআর’, ভিন্ন উপায়ে শুরু হলো প্রচারণা

‘আরআরআর’–এ ননটিআর জুনিয়র
ছবি : সংগৃহীত

চলতি বছর এস এস রাজামৌলির ‘আরআরআর’ বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে, যা পরিচালকের আগের অনেক ছবিই করেছে। তবে ‘আরআরআর’-এর ব্যতিক্রমী দিক হলো, ভারতের বাইরেও ছবিটি ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। বিশেষ করে নেটফ্লিক্সে মুক্তির পর পশ্চিমা বিশ্ব থেকে ব্যাপক গ্রহণযোগ্যতা পায় ছবিটি, যা দেখে অনুরাগ কশ্যপসহ অনেক নির্মাতাই বলেছিলেন, ভারত থেকে যদি ‘আরআরআর’ অস্কারে পাঠানো হয়, তাহলে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে মনোনীত হতে পারে ছবিটি। কিন্তু ‘আরআরআর’ ভক্তদের হতাশ করে ভারত অস্কারে পাঠায় গুজরাটি সিনেমা ‘ছেল্লো শো’। তবে অস্কার দৌড়ে থাকার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি ছবিটির। অন্তত ‘আরআরআর’ টিম সেটাই বলছে।

‘আরআরআর’–এর একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

ছবিটিকে অস্কারে মনোনীত করতে অস্কার সদস্যদের বিবেচনার জন্য প্রচারণা শুরু করেছে ছবিটির যুক্তরাষ্ট্র পরিবেশক। এই প্রচারণার নাম এফওয়াইসি বা ‘ফর ইয়োর কনসিডারেশন’ প্রচারণা।

আরও পড়ুন

ছবিটির যুক্তরাষ্ট্র পরিবেশক জানিয়েছেন, তিনি একাডেমির ১০ হাজার সদস্যকে অনুরোধ করবেন ‘আরআরআর’কে অস্কার মনোনয়নের জন্য বিবেচনা করতে। ‘আরআরআর’ টিম জানিয়েছে, ১৪ ক্যাটাগরিতে মনোনয়নের জন্য প্রচারণা চালাচ্ছে তারা।

চলতি বছরের ২৫ মার্চ মুক্তি পায় রাজামৌলির বহুল আলোচিত ‘আরআরআর’
ছবি : সংগৃহীত

এই ১৪ ক্যাটাগরির মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রীর মতো গুরুত্বপূর্ণ ক্যাটাগরি। এখন দেখার বিষয়, এই প্রচারণা একাডেমি সদস্যদের মন গলাতে পারে কি না।
আগামী বছর ১২ মার্চ অনুষ্ঠিত হবে একাডেমি পুরস্কার অস্কারের ৯৫তম আসর। এর আগে ২৪ জানুয়ারি অস্কারের মনোনয়ন ঘোষণা করা হবে।

‘আরআরআর’ ছবি বক্স অফিসে ক্রমাগত দাপট দেখিয়ে চলেছে

‘আরআরআর’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। এ ছাড়া সীতার চরিত্রে আলিয়া ভাটকে ও অতিথি চরিত্রে অজয় দেবগণকে দেখা গেছে। ছবিটি সারা বিশ্বে ১ হাজার ৩০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।

আরও পড়ুন