নতুন যে রেকর্ড গড়ল ‘স্ত্রী ২’
১৪ আগস্ট মুক্তির পর থেকেই ‘স্ত্রী ২’ সিনেমাটি একের পর এক সাফল্যের কাহিনি লিখে চলেছে। এই সাফল্যের কৃতিত্ব শ্রদ্ধা কাপুরের ঝুলিতেই বেশি যাচ্ছে। নারীপ্রধান ছবি হিসেবে ‘স্ত্রী ২’ আবার এক নতুন রেকর্ড গড়েছে।
‘স্ত্রী ২’ ছবির পরিচালনা, হাস্যরস, গল্প, সংগীত, সংলাপ, ভিএফএক্স সবকিছুই দুর্দান্ত। তার ওপর রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুরন্ত অভিনয়ে মুগ্ধ সবাই। ছবিতে এই চার অভিনেতার তুলনায় শ্রদ্ধার উপস্থিতি নেহাতই কম। কিন্তু তারপরও এই ভৌতিক-হাসির ছবির সফলতার সিংহভাগ কৃতিত্ব সবাই শ্রদ্ধাকেই দিচ্ছেন।
অনেকের মতে, এই বলিউড নায়িকার বিপুলসংখ্যক অনুরাগীর কারণেই ছবিটি বক্স অফিসে এভাবে দাপট দেখাচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী ২’। মুক্তির এক সপ্তাহের মধ্যে এই ছবি ভারতীয় বক্স অফিস থেকে নিট আয় করেছে ২৯০ কোটি রুপি।
প্রথম সপ্তাহে আয়ের নিরিখে সেরা পাঁচ হিন্দি ছবির তালিকায় ‘স্ত্রী ২’-এর নাম উঠে এসেছে। প্রথম নারীপ্রধান ছবি হিসেবে সেরা পাঁচের মধ্যে স্থান পেয়েছে এটি। শ্রদ্ধার এই ছবির আগে আছে ‘জওয়ান’, ‘পাঠান’ ও ‘অ্যানিমেল’। ‘স্ত্রী ২’-এর অবস্থান এখন চতুর্থ। এত দিন এই স্থান দখল করে ছিল সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ‘গদার ২’।
‘স্ত্রী ২’ মুক্তির প্রথম দিন থেকেই ভালো ব্যবসা করেছে। ১৪ আগস্ট মুক্তির প্রথম দিনেই ছবিটি ৫১ কোটি ৮০ লাখ আয় করে। একই দিনে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও তাপসী পান্নু অভিনীত ছবি ‘খেল খেল মে’ ও জন আব্রাহামের ‘বেধা’। এই দুই ছবি ‘স্ত্রী ২’ ঝড়ে উড়ে গেছে।
এদিকে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণে মুক্তি পেয়েছিল ‘ডবল ইস্মার্ট’, ‘থংগালান’, ‘মিস্টার বচ্চন’ এই তিন ছবি। কিন্তু ‘স্ত্রী ২’-এর কাছে এই তিন ছবিকে আত্মসমর্পণ করতে হয়েছে। মুক্তির আট দিনে বৈশ্বিক বক্স অফিস থেকে ৪২৮ কোটি রুপি আয় করেছে।