কয়েক ঘণ্টায় ৩ কোটি টাকার টিকিট বিক্রি

‘সিকান্দার’ সিনেমায় রাশমিকা ও সালমান। আইএমডিবি

ভারতে এ বছরের ঈদের খুশিকে দ্বিগুণ করতে আসছে বলিউড সুপারস্টার সালমান খানের ‘সিকান্দার’। ৩০ মার্চ ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে। আজ মঙ্গলবার সকাল থেকেই ‘সিকান্দার’ ছবির অগ্রিম বুকিংয়ের ‘দরজা’ খুলে গেছে। কয়েক ঘণ্টার মধ্যে ভাইজানের এই ছবির ৩ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গেছে। বাণিজ্যিক বিশ্লেষকদের মতে, যে গতিতে অগ্রিম বুকিং হচ্ছে, তা দেখে মনে হচ্ছে ‘সিকান্দার’ ওপেনিং ডেতে বক্স অফিসে ভরপুর আয় করবে।
এ আর মুরুগাদস পরিচালিত ‘সিকান্দার’ ছবিটি এ বছরে বলিউডের সবচেয়ে আলোচিত ছবিগুলোর মধ্যে একটি। আইএমডিবির সমীক্ষা অনুযায়ী এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ‘সিকান্দার’।

এই অ্যাকশন থ্রিলারধর্মী ছবির অগ্রিম বুকিংয়ের হার দেখে অনেকে মনে করছেন ছবিটি প্রি-সেলস বুকিংয়ে রেকর্ড গড়বে। রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে সারা দেশে ‘সিকান্দার’ ছবির ৫৩১০ শোর অগ্রিম বুকিং হয়ে গেছে।

আরও পড়ুন
‘সিকান্দার’–এ সালমান খান। ছবি : এক্স থেকে

শোর সংখ্যা ধীরে ধীরে আরও বাড়বে। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত এই ছবির ওপেনিং ডের ৬৪ হাজার ৭৬৫ টিকিট বিক্রি হয়ে গেছে। এভাবে ছবিটি ৩ কোটি টাকা আয় করে ফেলেছে। এর সঙ্গে ব্লক সিট জুড়লে পরিমাণটা আরও বাড়বে। বাণিজ্যিক বিশ্লেষকদের অনুমান যে ‘সিকান্দার’ মুক্তির প্রথম দিন ৬০ কোটির বেশি ব্যবসা করবে।

‘সিকান্দার’ সালমান খানের দ্বিতীয় ছবি, যা রোববার মুক্তি পাবে। এই ছবিটি সপ্তাহান্তের বিনিয়োগ ওঠাতে না পারলেও ঈদের ছুটির সুবিধা নিতে পারবে। এমনিতে ভারতে ঈদ মানেই সিনেমাপ্রেমীরা সালমানের কোনো জমাটি ছবির অপেক্ষায় থাকেন। গত বছর ঈদে সালমানের কোনো ছবি মুক্তি পায়নি। তাই এ বছর ঈদে তাঁর ছবিকে ঘিরে উন্মাদনা ক্রমশ বেড়েই চলেছে। ‘সিকান্দার’ ছবির অগ্রিম বুকিং সবচেয়ে বেশি হচ্ছে মহারাষ্ট্র, দিল্লি এনসিআর, গুজরাট, রাজস্থান, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, বিহার ও পশ্চিমবঙ্গে।

আরও পড়ুন
‘সিকান্দার’ ছবির টিজারে সালমান খান। ভিডিও থেকে

এ আর মুরুগাদস পরিচালিত ‘সিকান্দার’ ছবিতে সালমান আর রাশমিকা মান্দানার জুটি দেখা যাবে। এই ছবির অন্যান্য মূল চরিত্রে আছেন সত্যরাজ, শরমন যোশী, কাজল অগ্রওয়াল, প্রতীক বব্বর, অঞ্জিনী ধাওয়ানসহ আরও অনেকে।