সাইফের হামলাকারীকে বান্দ্রা স্টেশনে দেখা গেছে, পুলিশের ৩৫টি দল অভিযানে
গত বুধবার গভীর রাতে হামলা করা হয়েছিল বলিউড তারকা সাইফ আলী খানের ওপর। একক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ‘চুরির উদ্দেশ্যে’ ঢুকে পড়েছিল মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় সাইফ-কারিনা কাপুর খানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। এই বিটাউন দম্পতির বাসা থেকে চুরির তথ্য পাওয়া যায়নি৷ তবে সাইফের ওপর হামলা চালিয়েছিল সেই দুষ্কৃতী। এই বিটাউন তারকার শরীর চাকু দিয়ে ক্ষতবিক্ষত করেছিল। এ হামলার সঙ্গে সঙ্গে সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ সাইফ। জানা গেছে, হামলাকারীকে বান্দ্রা স্টেশনের আশেপাশে দেখা গেছে।
গতকাল কাকভোর থেকে মুম্বাই পুলিশ জোর তদন্তে নেমে পড়েছে। সাইফের ওপর হামলার তদন্তের ভার দেওয়া হয়েছে পুলিশের ‘অ্যানকাউন্টার’–বিশেষজ্ঞ দয়া নায়েককে। পুলিশ এখনো অজ্ঞাতনামা ব্যক্তিকে ধরতে না পারলেও সিসিটিভির ফুটেজের সাহায্যে তাকে চিহ্নিত করতে পেরেছে।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়েছিল সেই দুর্বৃত্তের ছবি। এখন এ মামলার সর্বশেষ আপডেট প্রকাশ্যে এসেছে। মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন অভিযুক্তকে হামলার পর বান্দ্রা স্টেশনের কাছে দেখা গেছে। বান্দ্রা স্টেশনসংলগ্ন সিসিটিভিতে ধরা পড়েছে হামলাকারী। মুম্বাই পুলিশের দল পালঘর জেলার বাসাই, নালাসোপারাসহ অন্যান্য স্থানে হামলাকারীকে খুঁজে বের করার কাজে লেগে পড়েছে। সাইফের ওপর হামলাকারী ব্যক্তিকে ধরতে পুলিশ প্রায় ৩৫টি দল গঠন করেছে; তারা অভিযানে নেমেছে। এর মধ্যে ১৫ দল মুম্বাই অপরাধ দমন শাখার এবং ২০ দল বানিয়েছে মুম্বাইয়ের স্থানীয় পুলিশ।
জানা গেছে, মুম্বাই পুলিশ সাইফের বাসা থেকে একটা পুরোনো তলোয়ার উদ্ধার করেছে। তলোয়ারটি সাইফের পরিবারেরই, পৈতৃক বলে পুলিশ মনে করছে। কিন্তু এ বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। হামলাকারীকে গ্রেপ্তার করার জন্য পুলিশ তাদের সব তথ্যদাতাকে সক্রিয় করেছে। এ ছাড়া পুলিশ প্রযুক্তির সাহায্য নিচ্ছে বলে জানা গেছে। সিসিটিভি ফুটেছে দেখা গেছে, চোর কাঠের ছড়ি আর লম্বা হেক্সা ব্লেড নিয়ে অভিযুক্ত পালাচ্ছে। সিসিটিভির ফুটেছে অভিযুক্ত ব্যক্তির চেহারা পুরোপুরি স্পষ্ট। রাত ২টা ৩৩ মিনিটে সিসিটিভিতে ধরা পড়েছে যে সাইফের বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে হামলাকারী নামছে। তার পরনে ছিল সাদা কলার দেওয়া বাদামি রঙের টি–শার্ট, আর গলায় লাল গামছা। পুলিশ অফিসারদের মতে, সেই দুর্বৃত্ত সাইফের বাসা থেকে পালানোর আগে নিজের পোশাক বদলে ছিল। গতকাল বৃহস্পতিবার জেহ-র ন্যানি, অর্থাৎ আয়াকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আয়ার বক্তব্য, অজ্ঞাতনামা ব্যক্তি তাঁকে বন্দী করে সাইফের কাছ থেকে এক কোটি রুপি দাবি করেছিল। সাইফ-কারিনার বাসার কর্মচারী, পরিচারিকা ও বিল্ডিংয়ের নিরাপত্তাকর্মীদের এবং অন্য সবার জবানবন্দি নেওয়া হয়েছে।
সাইফের ওপর হামলার পর কারিনা গতকাল রাতে এক পোস্টে লিখেছেন, ‘আমাদের পরিবারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং এক দিন ছিল। আমরা এখন পরিস্থিতির সঙ্গে সামলে ওঠার চেষ্টা করছি। ভেবে পাচ্ছি না যে এসব কীভাবে ঘটে গেল। এই কঠিন সময়ে আমি মিডিয়া ও পাপারাজ্জিদের অনুরোধ করছি, কোনো রকম গুজব ছড়াবেন না। আর এমন কোনো কাভারেজ দেবেন না, যা অসত্য। আমাদের নিরাপত্তাকে নিয়ে আপনারা যেভাবে চিন্তিত, আমাদের জন্য তা অনেক বড় বিষয়। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, আমাদের যে গণ্ডি আছে, তা সম্মান করুন, আমাদের একটু স্পেস দিন।’
গতকাল নিউরোসার্জন চিকিৎসক নিতিন ডাঙ্গে জানিয়েছিলেন, সাইফের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। গতকাল অস্ত্রোপচারের পর তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। আজ আইসিইউ থেকে বের করার কথা জানান নিতিন ডাঙ্গে। আর চিকিৎসক জানিয়েছেন, দুই দিন পর অভিনেতাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হবে।