সালমান খানের ক্যারিয়ার কি তাহলে শেষ

সালমান খানছবি : এক্স থেকে

মুক্তির দুই সপ্তাহ পর সালমান খান অভিনীত নতুন সিনেমার আয় মাত্র ১১০ কোটি টাকা! ঈদে মুক্তি পাওয়া সালমান খানের সিনেমার সঙ্গে যা একেবারেই যায় না। অথচ একটা সময় ঈদ মানেই ছিল সালমানের সিনেমা আর বক্স অফিসে ঝড়। সেসব দিন অবশ্য পেছনে ফেলে এসেছেন এই তারকা। তাই ‘সিকান্দার’-এর এই ফল একেবারে অপ্রত্যাশিত নয়। কিন্তু তাই বলে সালমানের সিনেমার এত দুরবস্থা হবে। ‘সিকান্দার’-এর ব্যর্থতার পর তাই অনেকেই শেষ দেখছেন সালমানের।

২০০৯ সালে ‘ওয়ান্টেড’ দিয়ে সালমান খানের নতুন যাত্রা শুরু হয় বলা যায়। এরপরের বছরগুলোতে ‘দাবাং’, ‘রেডি’, ‘বডিগার্ড’, ‘এক থা টাইগার’, ‘জয় হো’, ‘কিক’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো সিনেমা উপহার দিয়েছেন এই তারকা।

২০১৮ সালের পর থেকে ধীরে ধীরে বাজার হারাতে থাকেন সালমান। ‘অন্তিম’, ‘রাধে’, ‘কিসি কা ভাই কিসি কী জান’, ‘টাইগার ৩’ থেকে ‘সিকান্দার’-এর মতো সিনেমাগুলো বক্স অফিসে প্রত্যাশামতো ব্যবসা করতে পারেনি।

সালমান খান
এএনআই

সমালোচকদের মত, বক্স অফিসে সালমানের ব্যর্থতার বড় কারণ তাঁর একগুঁয়েমি। সালমান অনেক সময়ই ভালো চিত্রনাট্য, ভালো নির্মাতার বদলে ‘কাছের মানুষ’-এর সঙ্গে কাজ করতে পছন্দ করেছেন এ কারণেই তাঁর কাজগুলো সাড়া ফেলতে পারেনি।
উদাহরণস্বরূপ বলা যায় ‘অন্তিম’ সিনেমার কথা। এ সিনেমার নায়ক আয়ুশ শর্মা সম্পর্কে সালমানের ভগ্নিপতি। বলা যায়, ভগ্নিপতির কারণেই মানহীন এ সিনেমার অংশ হয়েছিলেন তিনি। কেবল এ সিনেমায় নয়, বরাবরই সিনেমায় কারা অভিনয় করবেন, গান গাইবেন—সব নিয়ে মাথা ঘামান সালমান এবং তাঁর ‘কাছের মানুষ’ যেন কাজ পান, সেটা নিশ্চিত করেন।

সালমান খানকে নিয়ে ‘দ্য বুল’ নামে সিনেমা বানাতে চেয়েছিল করণ জোহরের ধর্মা প্রোডাকশন। মালদ্বীপে ভারতীয় সেনাবাহিনীর একটি অপারেশনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়ার কথা ছিল সিনেমাটির। এটি পরিচালনার কথা ছিল ‘শেরশাহ’ নির্মাতা বিষ্ণু বর্ধনের। নতুন খবর, সিনেমায় শেষ পর্যন্ত থাকছেন না সালমান। সিনেমার ভবিষ্যৎও অনিশ্চিত। কারণ সেই ‘কাছের মানুষ’। সিনেমাটিতে দুজন সেনা কর্মকর্তার চরিত্র আছে। একটিতে নির্মাতাদের পছন্দ ছিলেন সালমান, অন্যটিতে সিদ্ধার্থ মালহোত্রা। এখানেই বাধে ঝামেলা। সালমান অন্য সেনা কর্মকর্তার চরিত্রে সিদ্ধার্থকে নিতে চাননি। তাঁর পছন্দ ছিল নিজের দেহরক্ষীর সন্তানকে। সিনেমাটি দিয়েই নিজের বডিগার্ডের সন্তানকে বলিউডে অভিষেক ঘটনাতে চেয়েছিলেন তিনি। করণ বা বিঞ্চু বর্ধন—কেউই এ প্রস্তাব মানতে পারেননি। ফল, ছবি থেকে বাদ পড়েছেন সালমান।

গত বছর শোনা গিয়েছিল, ‘জওয়ান’ নির্মাতা অ্যাট লির সঙ্গে সিনেমা করবেন সালমান। গত মাসে জানা যায়, সে সিনেমাটিও হচ্ছে না। আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও শোনা যাচ্ছে, বিনিয়োগ জটিলতায় ছবিটি স্থগিত হয়েছে। অ্যাটলি সালমানকে নিয়ে বড় বাজেটের সিনেমা করতে চেয়েছিলেন যেমনটা তিনি শাহরুখকে নিয়ে ‘জওয়ান’-এ করেছিলেন। কিন্তু এত বিপুল পরিমাণ বিনিয়োগ করতে কেউই রাজি হননি। কারণ, সালমানের বাজার মন্দা, বিনিয়োগ যে উঠে আসবে, সে নিশ্চয়তা নেই।

সালমান খান
আইএমডিবি

সর্বশেষ ‘সিকান্দার’ সিনেমারও কড়া সমালোচনা করেছেন সমালোচকেরা। ছবির অ্যাকশন দৃশ্যে তাঁর পারফর্ম ঠিকঠাক বললেও অন্য দৃশ্যগুলোতে তাঁর অভিনয় ছিল সাধারণ মানের, এমন কথাও বলেছেন অনেক সমালোচক। এ ছবিতে পর্দায় দেখতে তাঁকে ক্লান্ত মনে হয়েছে, এমন মতও দিয়েছেন কেউ কেউ।

আরও পড়ুন

সব মিলিয়ে বলা যায়, সালমান খানের ক্যারিয়ার এখন বড় অনিশ্চয়তায় পড়ছে। এখান থেকে তাঁর ফিরে আসা হবে খুবই কঠিন। সালমান কি পারবেন অতিমানবীয় কোনো পারফরম্যান্স দিয়ে ফিরে আসতে?

সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, পিঙ্কভিলা