‘ব্যান্ডিট কুইন’ বিতর্ক, জবাব দিল অ্যামাজন প্রাইম ভিডিও
ফুলন দেবীর জীবন নিয়ে ‘ব্যান্ডিট কুইন’ সিনেমা নির্মাণ করেন শেখর কাপুর। মালা সেনের লেখা ‘ইন্ডিয়াস ব্যান্ডিট কুইন: দ্য ট্রু স্টোরি অব ফুলন দেবী’ বই অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়। সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে। সিনেমাটির বেশ কিছু দৃশ্য কাটছাঁট করে মুক্তি দিয়েছে প্ল্যাটফর্মটি।
এর পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। পরিচালক শেখর কাপুর জানিয়েছেন, সিনেমাটির সম্পাদিত সংস্করণ যে ওটিটিতে মুক্তি পাবে, এটা তাঁকে জানানো হয়নি। নির্মাতার অভিযোগের এবার জবাব দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি।
এক বিবৃতিতে অ্যামাজন প্রাইম জানিয়েছে, ‘১৯৯৪ সালের “ব্যান্ডিট কুইন” সিনেমায় আমরা কোনো রকমের সম্পাদনা করিনি।
সিনেমার পরিবেশক এনএইচ স্টুডিওজ যে সংস্করণ আমাদের দিয়েছে, সেটিই দেখানো হচ্ছে এখন।’ প্ল্যাটফর্মটির এমন বক্তব্য নিয়ে শেখর কাপুরের প্রতিক্রিয়া জানা যায়নি।
‘দস্যু রানি’ নামেই বেশি পরিচিত ছিলেন ফুলন দেবী। ১৯৬৩ সালে মাল্লা বর্ণের এক পরিবারে তাঁর জন্ম। নানা অবিচারের শিকার হয়ে বাধ্য হয়ে ‘ডাকু’ জীবন গ্রহণ করতে হয় তাঁকে। ভারতের উত্তর প্রদেশের বেহমাইগাঁও গ্রামে ধর্ষণের শিকার হন। ১৯৮১ সালে সেই গ্রামের ২২ জনকে ডাকাতেরা হত্যা করে। হত্যার জন্য ফুলনকে অভিযুক্ত করা হয়। ২০ বছরের কম বয়সের প্রায় নিরক্ষর এক তরুণী হয়েও তিনি ভারতজুড়ে আলোড়ন সৃষ্টি করেন। তাঁর অবিশ্বাস্য জীবন নিয়ে ‘ব্যান্ডিট কুইন’ সিনেমাটি বানান ভারতের অন্যতম সেরা নির্মাতা শেখর কাপুর।
১৯৯৪ সালে কান উৎসবে অংশ নেওয়া সিনেমাটি সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা কুড়ায়। তবে সিনেমাটি নিয়ে বিতর্কও কম হয়নি।