সামান্থার ছবি তুলছে কে, উত্তর দিলেন অভিনেত্রী

সামান্থা। ইনস্টাগ্রাম থেকে

তারকারা ঘুরতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিলেই অনেকে মন্তব্যের ঘরে লেখেন, ‘ছবি তুলে দিচ্ছে কে।’ সেই তারকা কার সঙ্গে প্রেম করছেন বা ছুটি কাটাতে গেছেন, এ প্রশ্নে সেই ইঙ্গিতই থাকে। এবার এমন প্রশ্নের মুখোমুখি হলেন সামান্থা। অস্ট্রেলিয়ায় ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সেখান থেকেই অনুরাগীদের জন্য একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ছবি দেখেই অনুরাগীদের প্রশ্ন, তিনি কি একা ঘুরতে গিয়েছেন? পাল্টা জবাবও দিয়েছেন সামান্থা। খবর এনডিটিভির

অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই সামান্থার ব্যক্তিগত জীবন চর্চায়।

অস্ট্রেলিয়ায় সামান্থা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অভিনেত্রী কোনো নতুন সম্পর্কে জড়িয়েছেন কি না, তা নিয়ে অনুরাগীদের কৌতূহল রয়েছে। এমতাবস্থায় অভিনেত্রীর ছবি কে তুলে দিয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই মুহূর্তে সিডনি বন্যপ্রাণ উদ্যানে কোয়ালাসহ আরও একাধিক প্রাণীদের সঙ্গে সময় কাটিয়েছেন সামান্থা। সেই ছবি তিনি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন। তার পরেই অনুরাগীরা জানতে চেয়েছেন, চিত্রগ্রাহক কে? প্রশ্নের উত্তরও দিয়েছেন সামান্থা। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর সঙ্গে যিনি গাইড ছিলেন, তিনিই ছবিগুলো তুলে দিয়েছেন।

‘সিটাডেল: হানি বানি’র পর সামান্থা নতুন একটি ওয়েব সিরিজের কাজে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি অভিনেত্রীর হাতে রয়েছে বেশ কিছু দক্ষিণি ছবি।

আরও পড়ুন

নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালার বিয়ের পর সামন্থাকে নিয়ে নানা রকম খবর হয়েছে। অনেকে তাঁর নতুন প্রেমের খবরও সামনে এনেছেন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী।