প্রথমবার মা-বাবা হলেন আথিয়া-রাহুল

লোকেশ রাহুল ও আথিয়া শেঠিছবি : ইনস্টাগ্রাম

প্রথমবার মা-বাবা হলেন বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি ও ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল। গতকাল রাতে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঘরে নতুন অতিথি আসার কথা জানান এই তারকা দম্পতি। আথিয়া কন্যাসন্তানের মা হয়েছেন। খবর বলিউড হাঙ্গামার

আথিয়া শেঠির পোস্ট করা ছবিতে লেখা, ‘২৪ মার্চ, ২০২৫।’ যে দিনটার মাধ্যমে মেয়ের জন্মতারিখ বোঝাতে চেয়েছেন আথিয়া। আর তারপরই শুভেচ্ছায় ভেসে গিয়েছেন তারকা দম্পতি। শুভেচ্ছা জানিয়েছেন কিয়ারা আদভানি, শানায়া কাপুর, অর্জুন কাপুর, টাইগার শ্রফ, ঋদ্ধিমা কাপুর, ভূমি পেড়নেকরের মতো বলিউড তারকারা। শুভকামনা জানিয়েছেন ক্রিকেটাররাও।

গতকাল সোমবারই চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু সে ম্যাচে ছিলেন না রাহুল।

রাহুল ও আথিয়া। ইনস্টাগ্রাম থেকে

অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে আগেভাগেই ছুটি নিয়ে রেখেছিলেন তিনি। আর ম্যাচ চলাকালীনই ইনস্টাগ্রামে একটি কার্ড পোস্ট করে বাবা হওয়ার সুখবর দেন ভারতীয় তারকা। কার্ডে লেখা ছিল, ‘কন্যাসন্তানের জন্ম হয়েছে।’

২০১৯ সালের জানুয়ারিতে এক বন্ধুর মাধ্যমে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার ও বলিউড অভিনেত্রীর আলাপ হয়েছিল। আর প্রথম থেকেই যেমন দুজনের মধ্যে একটা আলাদাই রসায়ন তৈরি হয়ে গিয়েছিল। তারপর ২০২৩ সালে সাত পাকে বাঁধা পড়েন রাহুল ও আথিয়া। মহারাষ্ট্রের খান্ডালায় আথিয়ার বাবা সুনীল শেঠির ফার্ম হাউসে বিয়ের অনুষ্ঠান হয়েছিল। আমন্ত্রিত ছিলেন পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরা।

আরও পড়ুন

গত বছরের শুরুতেই গুঞ্জন শোনা যাচ্ছিল, মা-বাবা হচ্ছেন আথিয়া-রাহুল। যদিও সেই সময়ে এ খবরের কোনো সত্যতা নেই বলেই জানিয়েছিলেন তাঁরা। পরে সন্তান আগমনের খবর নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। এ ছাড়া অভিনেতা সুনীল শেঠিও নিশ্চিত করেছিলেন, তিনি নানা হতে যাচ্ছেন।