রাবণ হতে চান না হৃতিক, দেখা যাবে এই দক্ষিণি তারকাকে

হৃতিক রোশন
ছবি:ফেসবুক

সর্বশেষ ছবি ‘বিক্রম বেদা’ ফ্লপ। হাতে খুব বেশি সিনেমাও নেই। তারপরও সিনেমা ছাড়লেন হৃতিক রোশন। অনেক দিন ধরেই অভিনেতাকে নিয়ে ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ নির্মাণ করতে যাচ্ছিলেন নিতেশ তিওয়ারি। কিন্তু শেষ মুহূর্তে ছবিটি থেকে সরে দাঁড়ালেন হৃতিক।
ছবিটিতে হৃতিককে রাবণের চরিত্রে ভেবেছিলেন নিতেশ তিওয়ারি, যা পছন্দ হয়নি হৃতিকের। সর্বশেষ সিনেমা ‘বিক্রম বেদা’য় খলচরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক।

‘বিক্রম বেদা’ ছবিতে খল চরিত্রে দেখা যায় হৃতিককে

কিন্তু খলচরিত্রে দর্শকের মনে দাগ কাটতে পারেননি এই অভিনেতা। তাই তো আপাতত আর কোনো সিনেমায় খলচরিত্রে অভিনয় করতে চান না হৃতিক। এ কারণেই ‘রামায়ণ’ থেকে সরে গেলেন তিনি। একই কারণে ‘ব্রহ্মাস্ত্র ২’-এ অভিনয় করেননি হৃতিক। হৃতিক সরে যাওয়ায় বিপাকে পড়েছেন ‘রামায়ণ’-এর নির্মাতারা। এই সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে দীপিকা পাড়ুকোন।

আরও পড়ুন
আরও পড়ুন

শোনা যাচ্ছে, রাবণ চরিত্রের জন্য পরিচালকের পছন্দ ‘কেজিএফ’খ্যাত দক্ষিণি তারকা যশ। তাঁর সঙ্গে আলোচনা করছেন নির্মাতারা। ইতিমধ্যে যশকে পাঠানো হয়েছে চিত্রনাট্য, যা নাকি তাঁর পছন্দও হয়েছে। সব ঠিক থাকলে ‘রামায়ণ’-এ রাবণ চরিত্রে দেখা যাবে দক্ষিণি এই অভিনেতাকে। আপাতত বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরকে নিয়ে ‘বাওয়াল’ ছবির শুটিংয়ে ব্যস্ত নিতেশ। এই ছবির শুটিং শেষ করে নিতেশ শুরু করবেন ‘রামায়ণ’। চলতি বছরেই শুরু হবে ছবির শুটিং।

হৃতিকের বদলে ছবিটিতে দেখা যেতে পারে ‘কেজিএফ’ তারকা যশকে

কয়েক দিন আগেই হৃতিক তাঁর পরবর্তী ছবি ‘ফাইটার’-এর শুটিং শুরু করেছেন। ছবিটির পরিচালক ‘পাঠান’-এর সিদ্ধার্থ আনন্দ। পরিচালকের সঙ্গে এই ছবির চিত্রনাট্য লিখছেন সাবেক সেনা কর্মকর্তা রমন চিব। ছবিটির জন্য নিজেকে নতুন করে গড়েছেন হৃতিক। নিয়েছেন মার্শাল আর্টের প্রশিক্ষণ। আগামী বছরের শুরুতে মুক্তি পাবে ছবিটি।