অনন্ত-রাধিকার বিয়েতে গাইবেন কারা

অনন্ত ও রাধিকাছবি: ইনস্টাগ্রাম থেকে

মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বিয়ের আনুষ্ঠানিকতা চলছে বেশ কয়েক মাস ধরেই। তাঁদের প্রাক্‌–বিবাহের প্রথম ও দ্বিতীয় অনুষ্ঠানে রীতিমতো তারার মেলা বসেছিল।

আরও পড়ুন

১২ থেকে ১৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুম্বাইতে হতে যাওয়া এ অনুষ্ঠানেও বসবে তারার মেলা।

ভারতীয় গণমাধ্যমটির তথ্যমতে, অনন্ত ও রাধিকার বিয়েতে পারফর্ম করতে পারেন বিশ্বসংগীতের বড় তিন তারকা অ্যাডেল, ড্রেক ও লানা দেল রে।

অ্যাডেল ও ড্রেক গাইতে পারেন অনন্ত ও রাধিকার বিয়েতে। রয়টার্স

জানা গেছে, এই তারকাদের সঙ্গে এখন আলোচনা চলছে। আরেকটি সূত্র জানিয়েছে, তিন তারকার বিয়েতে পারফর্ম করার ব্যাপারটি অনেকটাই নিশ্চিত।

এরই মধ্যে বিয়ের নিমন্ত্রণপত্র অতিথিদের কাছে পৌঁছাতে শুরু করেছে। তবে এই নিমন্ত্রণ জানানো হয়েছে সোনালি রঙের একটি বাক্স পাঠিয়ে। চকচকে এই বাক্সে ছিল শিল্প, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার মিশেল।

বিয়েতে পারফর্ম করতে পারেন বিশ্বসংগীতের বড় লানা দেল রে। রয়টার্স

এই নিমন্ত্রণপত্র পেয়েছেন, এমন একজন বাক্সটি খোলার ভিডিও করেছেন। এটি ছিল পাঁচ মিনিটের।

গত ২৯ জুন আম্বানির মুম্বাইয়ের বাসভবনে পূজার মধ্য দিয়ে অন্তত ও রাধিকার বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ১২ জুলাই চার হাত এক হবে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বিয়ের অনুষ্ঠানটি চলবে তিন দিন ধরে। বিয়ের পরদিন হবে শুভ আশীর্বাদ ও মঙ্গল উৎসব। আর এর পরদিন হবে বিবাহোত্তর সংবর্ধনা।

বিবাহ–পূর্ববর্তী দুটি পার্টির আয়োজন করেছিলেন অন্তত ও রাধিকা। প্রথম অনুষ্ঠানটি ১ থেকে ৩ মার্চ ছিল ভারতের গুজরাটের জামনগরে।

অনন্ত ও রাধিকা। ইনস্টাগ্রাম থেকে

সেখানে দেশ-বিদেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, রাজনীতি, ক্রীড়া, বিনোদনসহ নানা অঙ্গনের খ্যাতনামা এক হাজার অতিথি যোগ দিয়েছিলেন। আর গত ২৯ মে বিলাসবহুল ক্রুজে চড়ে প্রাক্-বিবাহের দ্বিতীয় অনুষ্ঠান উপভোগ করেন অনন্ত-রাধিকা। জাহাজটি ইতালি থেকে ছেড়ে ১ জুন ফ্রান্সে যায়।